Breaking News

আচ্ছালাল যাদবের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য ও সাম্প্রদায়িক পোস্ট!তিন যুবকের বিরুদ্ধে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের আচ্ছালাল যাদবের

প্রসেনজিৎ ধর, হুগলি :- হুগলি জেলার কোন্নগরের কানাইপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদবের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য ও সাম্প্রদায়িক পোস্ট করার জের|এই অভিযোগে কানাইপুর বারোজীবী এলাকার বাসিন্দা তিন যুবকের বিরুদ্ধে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করলেন কানাইপুর পঞ্চায়েতের প্রধান খোদ আচ্ছালাল যাদব | অভিযোগের তির পলাশ মন্ডল,কমলেশ মন্ডল ও অভিজিৎ বোস-এর দিকে |সম্প্রতি,সোশ্যাল মিডিয়ায় পলাশ মন্ডল এর পোস্ট ‘আমি একটা আলাদা রাজ্য চাই| কোন্নগর ও কানাইপুরকে নিয়ে | যার রাজধানী হবে ন-পাড়া | বিজেপি কী এই আশা পূর্ণ করবে?’আর সেই পোস্টে কমলেশ মন্ডল ও অভিজিৎ বোস-এর আচ্ছেলাল যাদবকে নিয়ে কুরুচিকর মন্তব্য বিতর্কের ঝড় তুলেছে |

কানাইপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আচচ্ছালাল যাদব আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানান, কানাইপুর বারোজীবীর এই তিন অভিযুক্ত যুবক প্রায়ই সোশ্যাল মিডিয়ায় পঞ্চায়েত প্রধানের উদ্দেশ্যে ও সাম্প্রদায়িক পোস্ট করতো | সেটা প্রধানের নজরে আসার সাথেই পুলিশের দ্বারস্থ হন তিনি | এদিন আচ্ছালাল যাদব আরও বলেন,তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন|তিনি চান প্রশাসন তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক | এমনকি এই বিষয়টি নিয়ে তিনি তৃণমূল দলের উচ্চনেতৃত্বকে জানিয়েছেন বলেও জানান আচ্ছালাল যাদব | এমনিতেই উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি, এবং জঙ্গলমহলকে পৃথক রাজ্য গড়ে তোলার দাবিতে বিজেপি সাংসদদের বক্তব্যকে ঘিরে তোলপাড় রাজ্য-রাজনীতি | তারই মধ্যে কানাইপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদবকে নিয়ে মন্তব্য করে ‘পৃথক রাজ্য চাই কোন্নগর এবং কানাইপুর নিয়ে’ এমন মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *