দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- করোনা পরিস্থিতিতে যাত্রী পরিষেবার কথা মাথায় রেখে করোনা পরিস্থিতিতে স্টাফ স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল | এবার সেই স্পেশাল ট্রেনের সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল | আজ থেকে শিয়ালদহ ডিভিশনে বাড়ছে ট্রেনের সংখ্যা | রেলের তরফে জানানো হয়েছে, আজ শিয়ালদহ ডিভিশনে ৪০টি বেশি ট্রেন চলবে | সোমবার থেকে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হবে | সোমবার থেকে ৬০টির বেশি ট্রেন চলবে এই ডিভিশনে | রেলের তরফে জানানো হয়েছে, আজ শিয়ালদহ ডিভিশনে মোট ২৯০টি ট্রেন চলবে | সোমবার থেকে সাড়ে তিনশো ট্রেন চলবে এই ডিভিশনে |
ভিড় নিয়ন্ত্রণ যাতে করা যায় ও যাত্রীদের দুর্ভোগ যাতে কমে সেজন্য রেলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে |গত কয়েকদিনে শিয়ালদহ ডিভিশনের দক্ষিণ শাখায় বিভিন্ন স্টেশনে লাগাতার বিক্ষোভ হয়|বিক্ষোভকারীদের দাবি ছিল, লোকাল ট্রেন পরিষেবাকে স্বাভাবিক করতে হবে | রাজ্য সরকারের অনুমতি না মেলায় এখনও লোকাল ট্রেন পরিষেবা অবশ্য স্বাভাবিক হয়নি | তবে যারা যারা এখন উঠতে পারছেন, তাঁদের স্বার্থের কথা মাথায় রেখে এবার স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল | নতুন করে যাতে বিক্ষোভ মাথাচাড়া দিতে না পারে, সেজন্য এই পরিস্থিতিতে বিক্ষোভের আশঙ্কায় ট্রেন শিয়ালদহ ডিভিশনের একাধিক স্টেশনের নিরাপত্তা বাড়ানো হয়েছে | শুক্রবার সকালে থেকে সোনারপুর, মল্লিকপুর ,চম্পাহাটি, ঘুটিয়ারি শরিফ, বেতবেড়িয়া স্টেশনে মোতায়েন হয়েছে বাড়তি জিআরপি ও আরপিএফ | প্রসঙ্গত, গতকালই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এখনই রাজ্যে লোকাল ট্রেন চালানো হবে না|শেষ পর্যন্ত কবে থেকে যে লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক ছন্দে ফিরবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন সাধারণ মানুষের কাছে |