দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ত্রিপলচুরি মামলায় কলকাতা হাইকোর্ট থেকে স্বস্তি পেলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তাঁর ছোট ভাই সৌমেন্দু | শুক্রবার হাইকোর্টে শুভেন্দুর আবেদনের শুনানিতে কোনও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল না আদালত | এই মামলায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন দুই ভাই | কিন্তু শুক্রবারও কোনও অন্তর্বর্তীকালীন নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট | গত ২৯ মে কাঁথি পুরসভার ডরমেটরি মাঠ সংলগ্ন পুরসভার গুদাম থেকে বেশ কয়েকটি ত্রিপল বার করতে দেখা যায় কিছু ব্যক্তিকে | খবর পেয়ে সেখানে যান কাঁথি পুরসভার প্রশাসক সিদ্ধার্থ মাইতি | তাঁর দাবি, পুরসভার কর্মীদের জিজ্ঞাসাবাদ করে তিনি জানতে পারেন শুভেন্দু অধিকারীর লোকেরা ত্রিপল বার করে নিয়ে গিয়েছে | এরপর শুভেন্দু ও তাঁর ভাই সৌমেন্দুর বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন পুরসভার মুখ্য প্রশাসক | সেই মামলায় স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু | কিন্তু তাঁকে কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না আদালত | আদালত স্থগিতাদেশ না দেওয়ায় এই মামলায় তদন্ত প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে পুলিশ | এই সময়ের মধ্যে অভিযুক্তদের ক্ষেত্রে কোনও কড়া পদক্ষেপও গ্রহণ করতে পারবে পুলিশ।