Breaking News

‘‌শহরের অনেক জায়গায় এই ঘটনা ঘটেছে’‌,কসবা কাণ্ড নিয়ে বললেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে তোলপাড় হয়ে গিয়েছে | এই ঘটনায় বিজেপি সিবিআই তদন্তের দাবি তুলেছে | এবার কসবার ঘটনা প্রসঙ্গে নীরবতা ভাঙলেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র | এদিন পূর্ব যাদবপুর এলাকার একটি টিকাকেন্দ্রের উদ্বোধনে আসেন কমিশনার | সেখানে কসবা কাণ্ড নিয়ে তিনি বলেন, ‘‌শুধু কসবায় নয়, শহরের আরও বেশ কিছু জায়গায় এই ঘটনা ঘটেছে | আমাদের গোয়েন্দা শাখা বিষয়টির তদন্ত করছে | কোন ভ্যাকসিন দেওয়া হয়েছে, কারা দিয়েছে, কীভাবে দিয়েছে, কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, সবটাই তদন্ত হবে|’‌১০৭ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কোঅর্ডিনেটর সুশান্ত ঘোষের দাবিমতো, ভুয়ো টিকাকরণ শিবিরের কথা পুলিশকে তিনি আগেই জানিয়েছিলেন | তাঁর অভিযোগ, পুলিশ সেক্ষেত্রে উদাসীন ছিল | এ প্রসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র বলেন, ‘সামাজিক কাজের জন্য সবসময় পুলিশের অনুমতি নিতে হয় না | তা সত্বেও কীভাবে এ কাজ হল সেটা আমরা পুরোপুরি ভাবে দেখছি |’কীভাবে এই ভ্যাকসিন চক্র কাজ করছিল?নগরপালের জবাব, ‘‌আমাদের শহরের বাসিন্দারা পরস্পরকে সাহায্য করতে চান | গত দেড় বছর ধরে লকডাউন চলছে | শহরের মানুষরা একে অপরের পাশে দাঁড়িয়েছেন | ইতিবাচক মানসিকতার মধ্যে থেকেও যে অমানবিক কাজ করেছে এটা তার মানসিক বিকৃতি ছাড়া আর কিছু নয়|’তবে দেবাঞ্জন একা নয়, সিপি জানান আরও কিছু কিছু জায়গাতে আমাদের তদন্ত চলছে | ইতিমধ্যেই দেবাঞ্জনের সহযোগী শান্তনু মান্নাকেও জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা | প্রসঙ্গত,তিনদিন আগেই ভুয়ো ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করে একাধিক মানুষকে ভ্যাকসিন দেন এই অভিযুক্ত দেবাঞ্জন দেব | সেখানে তৃণমূল কংগ্রেস সাংসদ মিমি চক্রবর্তী উপস্থিত হয়ে ভ্যাকসিন নেন | কিন্তু কো-উইন থেকে বার্তা না আসতেই তাঁর সন্দেহ হয় | তখন কলকাতা পুরসভায় বিষয়টি জানান মিমি | আর সঙ্গে সঙ্গে ধরা পড়ে যায় গোটা চক্রটি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *