প্রসেনজিৎ ধর, হুগলি :- শুক্রবার হাওড়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করলেন হুগলির সংসদ তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় | এদিন বৈঠক সেরে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ জানালেন লোকাল ট্রেন চলাচলের ব্যাপারে তিনি কথা বলতে এসেছিলেন | এছাড়াও কসবা ভ্যাকসিন কাণ্ডে তোপ দাগলেন রাজ্য সরকারকে | এমনকি সরাসরি কেন্দ্রীয় তদন্তের দাবি জানালেন তিনি|শুক্রবার লকেট চট্টোপাধ্যায় দেখা করেন হাওড়া ডিভিশনের ডিআরএম সুমিত নারুলার সঙ্গে | ডিআরএমের অফিসে লোকাল ট্রেন চালানোর জন্য লিখিত আবেদন করেন তিনি | এদিন লকেটের দাবি, ‘করোনা বিধিনিষেধের মধ্যে লোকাল ট্রেন চলছে না | স্টাফ ট্রেনে উঠতে পারছেন না সাধারণ মানুষ | ফলে বহু মানুষকে গ্যাঁটের কড়ি খরচ করে অফিসে যেতে হচ্ছে | করোনা পরিস্থিতিতে এমনিতেই মানুষের আয় কমেছে | তার উপরে যাতায়াতের খরচ বাড়ায় আরও বিপাকে পড়েছেন তারা|’পাশাপাশি কসবার ভুয়ো ভ্যাকসিনকাণ্ড নিয়েও এদিন সরব হন লকেট চট্টোপাধ্যায় | এদিন বিজেপি সাংসদ বলেন,’দু’হাজারের বেশি লোককে যে ভ্যাকসিন দেওয়া হয়েছে তার দায় রাজ্য সরকারের | ভ্যাকসিনের বদলে অন্য কী দেওয়া হয়েছে, তাতে মানুষের স্বাস্থ্যহানি হতে পারে কিনা তা খতিয়ে দেখা উচিত | এই ঘটনায় শুধুমাত্র দেবাঞ্জনকে গ্রেফতার করে সারদার মালিক সুদীপ্ত সেনের মতো বলির পাঁঠা করা হতে পারে | এর সঙ্গে যে সমস্ত প্রভাবশালী নেতা ও মন্ত্রীরা জড়িয়ে আছে তাদেরও শাস্তির দিতে হবে| তাই প্রকৃত সত্য উদঘাটন করতে হলে কেন্দ্রীয় সংস্থার তদন্তের মাধ্যমেই তা সম্ভব |’ এছাড়াও করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে উপনির্বাচন করার সিদ্ধান্তকেও এদিন একহাতে নিলেন হুগলির সাংসদ |