Breaking News

করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য থাকতে হবে ‘কুপন’, নইলে মিলবে না ভ্যাকসিন,এমনই অভিযোগ রিষড়া পৌরসভার বিরুদ্ধে!

নিজস্ব প্রতিনিধি, হুগলি :- এবার করোনার ভ্যাকসিন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল হুগলির রিষড়া পৌরসভার বিরুদ্ধে,মারাত্মক অভিযোগ বিজেপির | কুপন থাকলে ভ্যাকসিন না থাকলে ভ্যাকসিন দিচ্ছে না পৌরসভা এমনই অভিযোগ তুললেন বিজেপি | দেশজুড়ে চলছে টিকাকরণ কর্মসূচি | চলছে টিকার যোগান বৃদ্ধির চেষ্টা | অন্যদিকে এরই মাঝে দীর্ঘ লাইন দিয়েও টিকা মিলছে না বলে অভিযোগ তুলছেন বিজেপি নেতৃত্ব | সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও|রাজ্যেরও বিভিন্ন জায়গা থেকে প্রায় প্রতিদিনই উঠে আসছে টিকাকরণ সংক্রান্ত অভিযোগ| কোথাও টিকা না পেয়ে বিক্ষোভ করছেন সাধারণ মানুষ, কোথাও আবার কর্তৃপক্ষের বিরুদ্ধেও উঠছে স্বজনপোষন ও অব্যবস্থার অভিযোগ |

এইবার হুগলির রিষড়া পৌরসভা এলাকার বাসিন্দাদের অভিযোগ ভ্যাকসিন সেন্টারে গেলে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না|ভ্যাকসিন নিতে গেলে বলা হচ্ছে স্থানীয় প্রাক্তন কাউন্সিলরের থেকে কুপন নিয়ে আসুন |এমনকি মুখ চিনে কুপন দেওয়া হচ্ছে বলে জানান বাসিন্দারা |

যদিও পুরো বিষয় টি নিয়ে প্রতিক্রিয়া দিতে নারাজ পৌরসভা| এই বিষয়ে বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল বসু বলেন রিষড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কুপোন দিয়ে ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে,আমরা এটা জানতে পেরেই এসডিও-কে জানিয়েছি | শুধু কুপন না কুপনের জন্য টাকাও নেওয়া হয়েছে কয়েকজনের থেকে বলেও অভিযোগ আসছে | পৌরসভার প্রশাসক বিজয় সাগর মিশ্র বলেন সম্পূর্ণ মিথ্যা কথা,বিজেপি মিথ্যে রটাচ্ছে| ভারপ্রাপ্ত মহকুমা শাসক বলেন যদি এই ধরণের ঘটনা ঘটে থাকে তাহলে তদন্ত করে দেখা হবে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *