Breaking News

‘সচেতন মানুষ হিসেবে বিধিগুলো মানতে হবে’ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে নাম না করে মিমিকে বিঁধে সচেতনতার উপর জোর দিলেন সতীর্থ কাঞ্চন মল্লিক!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- অসুস্থ মিমি চক্রবর্তী | তাঁর পেটে ব্যথা হচ্ছে |এমনকি দেখা দিয়েছে ডিহাইড্রেশনের সমস্যা | দিন কয়েক আগে কসবার ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প থেকেই ‘টিকা’ নিয়েছিলেন মিমি চক্রবর্তী | কসবা ভুয়ো টিকা-কাণ্ড সামনে আসার পর থেকে লাগাতার এই প্রশ্নেই বিদ্ধ হচ্ছেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী | এ বার তাঁর সতীর্থ তথা উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকও টিকা নেওয়ার ক্ষেত্রে দায়িত্ববোধের উপর জোর দিলেন | জানা গেছে,শুক্রবার মাঝরাত থেকেই পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করেন | ব্যথা না কমায় সকালে ডাক্তার আসেন তাঁকে দেখতে | জানা গিয়েছে সিভিয়ার ডিহাইড্রেশন রয়েছে মিমির রক্তচাপও কমে গিয়েছে | মঙ্গলবারই ভুয়ো আইএ এস অফিসার দেবাঞ্জন দেবের আয়োজিত টিকাকরণ শিবির থেকে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন মিমি | তার জেরেই কি অসুস্থ তৃণমূল সাংসদ? উঠছে প্রশ্ন | শনিবার উত্তরপাড়ার নির্বাচনী কেন্দ্রে গিয়েছিলেন কাঞ্চন | সেখানেই ভুয়ো টিকা-কাণ্ড নিয়ে মন্তব্য করতে গিয়ে কাঞ্চন বলেন, মিমির অসুস্থতার খবর তাঁর কাছে পৌঁছেছে তবে ভুয়ো টিকা নেওয়ার কারণেই তিনি অসুস্থ কি না, সে ব্যাপারে তিনি নিশ্চিত নন | কাঞ্চন বলেন,”আমার মনে হয়, পুরসভা, স্বাস্থ্যকেন্দ্রের মতো সরকারি জায়গা থেকে টিকা নেওয়া বাঞ্চনীয় | যেখান থেকেই নিন, সচিত্র নথিভুক্তিকরণ হওয়া দরকার |তা হলে আস্থা থাকবে |” তাঁর কথায়,”আমি উত্তরপাড়া থেকে টিকা নিয়েছি| এ জন্য আধার কার্ডের তথ্য দিতে হয়েছে| টিকা নেওয়ার পর মেসেজ এসেছে আমার কাছে | সব কিছুর একটা নিয়ম আছে| তা মেনেই এগোনো উচিত |” ভুয়ো ক্যাম্প চালিয়ে কলকাতা-সহ শহরতলিতে ভুয়ো ভ্যাকসিন দিতেন ধৃত দেবাঞ্জন দেব| পুলিশি তদন্তে জানা যায়, কসবার ক্যাম্পে কোভিশিল্ডের নাম করে অ্যামিক্যাসিন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল | অ্যামিক্যাসিন-এর ভায়েলের উপর কোভিশিল্ডের স্টিকার লাগিয়ে, সেই ওষুধ সাধারণ মানুষকে টিকা বলে দিয়েছিলেন অভিযুক্ত দেবাঞ্জন দেব | যদিও সেই ভুয়ো টিকার প্রভাবেই, অভিনেতা-সাংসদের শরীর খারাপ হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয় | অন্যদিকে মিমির অসুস্থতার খবরে তাঁর অনুরাগীরা অভিনেত্রী-সাংসদের দ্রুত আরোগ্য কামনা করেছেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *