নিজস্ব সংবাদদাতা :- রাজ্যে জুড়ে ভাঙ্গন অব্যাহত তৃণমূলে।এবার তৃণমূলে ভাঙ্গন হুগলি জেলার কোন্নগরে।কলকাতায় রাজ্য বিজেপির কার্যালয়ে বিজেপি সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রবীণ নেতা অশোক মুখার্জী।সামনেই বিধানসভা নির্বাচন তার আগে তৃণমূল দলের ভাঙ্গন চিন্তায় ফেলেছে শাসক শিবিরকে।এবার তৃণমূল অনুমদিত পৌরকর্মচারী ফেডারেশনের সহ সভাপতি তথা হুগলি জেলা আইএনটিটিইউসি এর সহসভাপতি অশোক মুখার্জীর বিজেপিতে যোগদান করায় কোন্নগরে চিন্তা বাড়লো তৃণমূলের।
অশোক মুখার্জিকে দলে স্বাগত জানিয়ে শ্রীরামপুরের বিজেপির সাংগঠনিক সভাপতি শ্যামল বোস বলেন তৃণমূল দলে যারা যোগ্য তাদের এখন সন্মান নেই।আর যোগদানকারী অশোক মুখার্জী বলেন তারা এত পুরোনো দিন থেকে রাজনীতি করলেও যোগ্য সন্মান থেকে বঞ্চিত হয়েছেন।তবে এবার কোন্নগরে ভাঙ্গন শুরু হওয়ায় একটু হলেই চিন্তায় শাসক শিবির।যোগদান করেই পুরোনো দলের বিরুদ্ধে মুখ খুললেন অশোক মুখার্জি,তিনি বলেন শুভেন্দুর মতো নেতারা সন্মান পায় না সেখানে আমরা কি করে সন্মান পায়।এছাড়া রাজ্যে ও কেন্দ্র সরকার এক থাকলে মানুষের উন্নয়ন হয়।তাই রাজ্যে বিজেপি সরকার গড়ার জন্য মানুষের কাছে যাবো
Hindustan TV Bangla Bengali News Portal