Breaking News

একাধিক দাবিতে ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি বাস ধর্মঘট, সিদ্ধান্ত ৫ মালিক সংগঠনের, চরম হয়রানির আশঙ্কা

নিজস্ব সংবাদদাতা :- আগামী ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি রাজ্যজুড়ে বাস ও মিনিবাস ধর্মঘটের ডাক দিয়েছে পাঁচটি বাস মালিক সংগঠন| ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও ডিজেলকে জিএসটির আওতায় আনার জন্যই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মালিক সংগঠন | দেশের প্রায় সব পণ্যঅ জিএসটির আওতাভুক্ত হলেও, পেট্রোপণ্য নয় | বাস মালিকদের মতে, পেট্রোল, ডিজেলে জিএসটির অন্তর্ভুক্ত হলে অনেকটাই দাম কমবে |

তাঁরা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারকে এই দাবি-দাওয়া নিয়ে আবেদনও জানিয়েছিলেন | চিঠি দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় পরিবহন ও পেট্রোলিয়াম মন্ত্রীকে | কিন্তু কোনও চিঠির জবাব পলেই তাঁদের দাবি। পশ্চিমবঙ্গ বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ বোস বলেন, “ডিজেল জিএসটির আওতায় আনতে হবে। এটা আমাদের মূল দাবি। যেভাবে ডিজেলের মূল্যবৃদ্ধি ঘটনা হচ্ছে তা অনভিপ্রেত | এভাবে বাস চালানো সম্ভব নয় | তাই আমরা ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি বাস ধর্মঘটের ডাক দিয়েছি। রাজ্যজুড়ে প্রথম পর্যায়ে তিনদিনের ধর্মঘট পালন করা হবে | পরবর্তী ক্ষেত্রে ১৫ ফেব্রুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের পথে যাবে বাস মালিকরা| জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বার বার যেভাবে ডিজেলের মূল্যবৃদ্ধি ঘটানো হচ্ছে তাতে বাস পথে নামানো কোনও মতেই সম্ভব নয় | ধর্মঘট ছাড়া আমাদের কাছে আর কোন উপায় ছিল না | তাই ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি বাস ধর্মঘটের জেরে ভোগান্তিতে পড়তে হবে পারে সাধারণ মানুষকে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *