দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আর মাত্র কিছুদিনের অপেক্ষা, এরপর কলকাতায় সেঞ্চুরি হাঁকাবে পেট্রোল, তাল মেলাবে ডিজেল | তার প্রতিবাদে এদিন রাস্তায় নেমে টানা রিকশা টেনে জ্বালানির মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানালেন মদন মিত্র | আজও কলকাতায় লিটার প্রতি ৩৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ৯৭ টাকা ৯৭ পয়সা | ডিজেলের দাম বেড়েছে লিটারে ৩৫ পয়সা | ফলে ডিজেলের নতুন দাম ৯১ টাকা ৫০ পয়সা | এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আজ ভবানীপুরে টানা রিকশা টেনে প্রতিবাদ জানিয়েছেন মদন মিত্র| স্বভাবসিদ্ধভাবেই ফেসবুক লাইভে নিজের প্রতিবাদ তুলে ধরেন | বিজেপি সরকারের এই জনবিরোধী কাজের জন্য কটাক্ষ করে মদন মিত্র এদিন জানিয়েছেন,’একদিকে একটা পার্টি রামের নামে তলোয়ার চালিয়ে যাচ্ছে | অন্যদিকে, তৃণমূল রিকশা চালককে রিকশাতে বসিয়ে টেনে নিয়ে যাচ্ছে |’ মদন মিত্র শুধু রিকশা টেনেছেন এমন নয়, এদিন তিনি চালককে যাত্রী আসনেও বসিয়েছেন | তাকে নতুন পাঞ্জাবি পরিয়ে, পাখার হাওয়া করতে করতে রিকশা টেনেছেন খোদ বিধায়ক | দেশে জ্বালানির মূল্যবৃদ্ধি একপ্রকার রুটিনে পরিণত হয়েছে | সেই রুটিন মেনেই শনিবার ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম | আর জ্বালানির দামবৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকারের উদাসীনতার বিরুদ্ধেই এবার অভিনব প্রতিবাদে নামলেন মদন মিত্র | দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যেই পেট্রোল-ডিজেলের দাম সেঞ্চুরি করেছে | রাজস্থান, মুম্বই, মধ্যপ্রদেশের ভোপাল, ইন্দোর, বিহারের পটনা, ধীরে ধীরে সমস্ত রাজ্যগুলির জ্বালানির দাম ১০০ পার করছে | আর যার ফলে আম আদমির পকেটে পড়ছে টান |