প্রসেনজিৎ ধর, কলকাতা :- দিল্লিতে কৃষক আন্দোলনকে সমর্থন ও রাজ্যে ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে পথে নামতেই আটক করা হল নওশাদ সিদ্দিকিকে | ভাঙড়ের আইএসএফ বিধায়ক-সহ আইএসএফ-এর বেশ কয়েকজন কর্মী-সমর্থককেও আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর |কৃষক বাঁচাও, দেশ বাঁচাও, কৃষিঋণ মকুব, দিল্লিতে কৃষক আন্দোলন-সহ একাধিক ইস্যুতে শনিবার বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি নিয়েছিল বাম জোট শরিক আইএসএফ | সেই মতোই এদিন সকালে ধর্মতলা এলাকায় গান্ধীমূর্তির পাদদেশে শামিল হন বিক্ষোভকারীরা | যার নেতৃত্বে ছিলেন নওশাদ সিদ্দিকি। পুলিশের দাবি, অনুমতি ছাড়াই গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাতে যাচ্ছিলেন আইএসএফ কর্মী-সমর্থকরা | সেই কারণেই তাঁদের আটক করা হয়েছে | তবে শুধু কৃষক আন্দোলনের সমর্থনেই নয়, রাজ্যে ভোট পরবর্তী হিংসার জেরে যেভাবে বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে, তার বিরুদ্ধেও প্রতিবাদ জানান নওশাদ ও তাঁর অনুগামীরা | পুলিশ তাঁকে আটক করার আগে নওশাদ বলেন, “ভোটের পর থেকেই গোটা বাংলায় হিংসার পরিবেশ তৈরি হয়েছে | যা কিছুতেই মেনে নেওয়া যায় না | সেই কারণেই আমরা প্রতিবাদে শামিল হয়েছিলাম | কিন্তু আমাদের কর্মসূচি শুরুর আগেই তা বন্ধ করে দেওয়ার চেষ্টা হল|”পুলিশের বক্তব্য, এই জমায়েতের কোনও অনুমতি ছিল না|করোনাকালে এ ধরনের জমায়েত কোনওভাবেই সমর্থনযোগ্য নয় | উল্টোদিকে আইএসএফের দাবি, সবরকম অনুমতি নিয়েই জমায়েত করেছে তারা|এদিনের বিক্ষোভে ছিল না জোটসঙ্গী বাম-কংগ্রেস | আর তার জেরেই প্রশ্ন উঠে গিয়েছে জোটের বাঁধন কী এবার আলগা হতে শুরু করে দিয়েছে? যদিও সিদ্দিকি নিজে সেই সম্ভাবনা নস্যাৎ করেছেন |