নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর :- গোপন সূত্রেই খবর এসেছিল পুলিশের কাছে | দুটি বাংলাদেশি পরিবার ভুয়ো নথি দেখিয়ে লুকিয়ে রয়েছে এলাকাতেই | সেই খবরের ভিত্তিতেই চলে অভিযান | তাতেই ধরা পড়ল তিন নাবালক শিশু সহ মোট সাত জন বাংলাদেশি | ঘটনাস্থল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার গোয়ালপোখর থানার সোলপাড়া ডাঙ্গি এলাকা |ধৃতদের আজ ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয় |
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাংলাদেশীরা ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিল |কিন্তু সেই কাজ শেষ তাঁরা বাংলাদেশে ফিরে না গিয়ে মহম্মদ বুলবুল নামে এক ব্যক্তির বাড়িতে বেআইনি ভাবে বসবাস করতে শুরু করে| এলাকার মানুষ এই নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করলে তাঁরা ভুয়ো নথি দেখিয়ে বিষয়টি ধামাচাপা দিয়ে দিয়েছিল |কিন্তু সম্প্রতি পুলিশের কাছে খবর আসে ওই সব নথি ভুয়ো | এরপরেই শুক্রবার রাতে অভিযান চালায় পুলিশ |জানা গিয়েছে, ওই দুই পরিবারের ওপর পুলিশের আগে থেকেই নজর ছিল | কোন রাজ্যে তাঁরা কী কাজের জন্য গিয়েছিল সেসব পুলিশ এখন খতিয়ে দেখছে | সেই সঙ্গে এটাও দেখছে এই দুই পরিবারকে ভুয়ো নথি দিয়ে কে সাহায্য করেছিল | তবে এই ৭জন বাংলাদেশির পাশাপাশি মহম্মদ বুলবুলকে গ্রেফতার করেছে পুলিশ | তাঁর বিরুদ্ধে নিজের বাড়িতে বেআইনি ভাবে বিদেশী নাগরিকদের আশ্রয় দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ | তবে পুলিশ মূলত এখন খতিয়ে দেখছে এই দুটি বাংলাদেশি পরিবার কী উদ্দেশ্যে ভারতে এসেছিল | এদিন ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে তোলে পুলিশ | এদের সবাইকে আপাতত পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি|