দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ১৫ জুলাই পর্যন্ত জারি থাকবে করোনা বিধিনিষেধ | এদিন নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| এদিন মমতা জানিয়ে দিলেন আপাতত ১৫ জুলাই পর্যন্ত চালু হচ্ছে না ট্রেন-মেট্রো | তবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে অটো-বাস চালানো যাবে | ১ লা জুলাই থেকে থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে সরকারি ও বেসরকারি বাস | এদিন মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক সম্মেলন করে জানান, আগামী ১৫ জুলাই পর্যন্ত রাজ্যে কোভিডজনিত বিধিনিষেধ বজায় থাকছে | তবে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে | তাই আগামী ১ জুলাই থেকে রাজ্যে গণপরিবহণের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে | তবে বাসের ক্ষেত্রে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচলে অনুমতি দেওয়া হচ্ছে | রাজ্যের প্রতিটি জেলায় সরকারি, বেসরকারি সব বাসকেই রাস্তায় নামার অনুমতি দেওয়া হচ্ছে |
তবে লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবা বন্ধই থাকবে | সেই সঙ্গে চালু হবে অটো, ট্যাক্সি, অ্যাবক্যাব, টোটো | ট্রেন পরিষেবা প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “এখনও ট্রেন পরিষেবা শুরুর মতো পরিস্থিতি তৈরি হয়নি |” এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আপাতত আমজনতার জন্য মেট্রো পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়নি | যেভাবে স্পেশ্যাল মেট্রো চলছে, তেমনটাই চলবে | কয়েকদিন কলকাতায় চালু হয়েছে স্পেশ্যাল মেট্রো পরিষেবা। অর্থাৎ জরুরি পরিষেবায় যুক্তরা মেট্রোয় সফর করতে পারছেন | আজ অর্থাৎ সোমবার থেকে কবি সুভাষ -দক্ষিণেশ্বর পর্যন্ত দিনে মোট ৬২ টি মেট্রো চলছে | একই সঙ্গে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সবজি এবং মাছের বাজার খোলা রাখায় অনুমতি দেওয়া হচ্ছে | অনান্য দোকান খোলা রাখা যাবে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত| এবার থেকে খুলে দেওয়া হচ্ছে সেলুন, বিউটি পার্লার ও জিমখানাও | এই তিন ক্ষেত্রে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখা যাবে | তবে সেখানেও ৫০ শতাংশ গ্রাহক প্রবেশের নিয়ম লাগু থাকবে | বেসরকারি সংস্থাগুলিকে অফিস চালানোর অনুমতি আগেই দিয়েছে রাজ্য | ১ জুলাই থেকে সরকারি দফতর খোলা রাখা যাবে | দুটি ক্ষেত্রেই সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত | সামাজিক অনুষ্ঠানের জন্য বিয়ের মরসুমের কথা মাথায় রেখে অনুষ্ঠানবাড়িতে ৫০ জন পর্যন্ত অতিথি সমাগমে অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী | সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে ২০ জনের বেশি জমায়েত নিষিদ্ধ ছিল, এবারেও সেটাই বজায় থাকছে | একই সঙ্গে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরনো নিষিদ্ধই থাকছে, অর্থাৎ নাইট কার্ফু এবারেও লাগু থাকছে |