Breaking News

কসবার ভুয়ো টিকা কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবকে ‘জঙ্গির থেকেও ভয়ংকর’ বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর,কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এই প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | এই ঘটনায় ধৃত দেবাঞ্জন দেবকে ‘জঙ্গির থেকেও ভয়ংকর’ বলে কটাক্ষ তাঁর | সোমবার নবান্নে মমতা বলেন, ‘সরকার এতে কোনও ভাবে জড়িত নয়|’সাংবাদিকের মুখে প্রতারক দেবাঞ্জনের নাম শুনে এদিন ক্ষুব্ধ হন মমতা| বলেন, ‘প্রতারকদের জনপ্রিয় করবেন না | সমস্ত নকল করেছে চিট করেছে এই প্রতারক | সরকারের এব্যাপারে কোনও ভূমিকা নেই’ | মুখ্যমন্ত্রীর পরামর্শ, ‘মানুষকে বুঝতে হবে, অনেকে বলে এই চিটফান্ডে টাকা রাখো | সহজ সরল মানুষ রেখে দেয়। পরে কিন্তু টাকাটা আর ফেরত পায় না|চিটার পালিয়ে যায় | এরা সেজে গুজে ঘুরে বেড়ায় আর মানুষকে প্রতারিত করে | যারা এই কাজ করে তাদের আমি মানুষ বলে মনে করি না|মানুষের জীবন নিয়ে যারা খেলে তারা জঙ্গিদের থেকেও ভয়ঙ্কর |’তৃণমূল নেতাদের সঙ্গে প্রতারক দেবাঞ্জনের একাধিক ছবি প্রকাশ্যে এলেও তাকে গুরুত্ব দিতে নারাজ মুখ্যমন্ত্রী | তিনি বলেন, ‘এই ধরণের চিটাররা, ধরুন আমি যাচ্ছি কারও বাড়িতে সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিল | তার মানে আমার সঙ্গে তার পরিচয় রয়েছে তা কিন্তু নয় | সেই ছবি দেখিয়ে সে নিজেকে প্রভাবশালী প্রমাণের চেষ্টা করে | ছবি দেখিয়ে কোনও কিছু হবে না এবং ফটোশপ করেও কোনও লাভ নেই | প্রতারণা যারা করে তারা সব পার্টির সঙ্গে একটা করে ছবি তুলে রেখেছে | ছবি তুলে প্রতারণা করাই তাদের কাজ |’ মমতা আরও জানান, ‘কানে আসার সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ করেছি | সিট তৈরি করা হয়েছে | আমি নিজে তিন চারবার কথা বলেছি পুলিশ কমিশনারের সঙ্গে | এব্যাপারে কোনও ঢিলেমি দেওয়া চলবে না | যারা তাকে সাহায্য করেছে তাদের কাউকে কম্প্রোমাইজ করা যাবে না | অপরদিকে, মুখ্যমন্ত্রী বলেন, যারা সেদিন কসবার ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পে গিয়ে ভ্যাকসিন নিয়ে প্রতারিত হয়েছে, তাঁদের সকলের সন্ধান করা হয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *