Breaking News

ভুয়ো ভ্যাকসিন ইস্যুতে পথে বামেরা,বামেদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে তুলকালাম স্বাস্থ্য ভবন চত্বর, পুরসভা!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে সোমবার পথে নামল বামেরা | এদিন স্বাস্থ্যভবন ও কলকাতা কর্পোরেশেনর সামনে বামেদের বিক্ষোভ দেখাল বামেরা |পাশাপাশি ব্যারাকপুরেও এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয় | জানা গিয়েছে, প্রথমে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখান বাম কর্মী-সমর্থকরা | ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের সঠিক তদন্তের দাবিতে স্বাস্থ্য ভবনের আধিকারীককে ডেপুটেশন দিতে চান তাঁরা | তবে পুলিশ বিক্ষোভকারীদের আটকে দেয়| করোনা পরিস্থিতিতে জমায়েতের অনুমতি না থাকায়, তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন পুলিশ আধিকারীকরা | এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে | মূলত সিপিএমের পক্ষ থেকেই এই কর্মসূচি নেওয়া হয় | এদিন বেলা ১২টা নাগাদ সিপিএম ও তাদের ছাত্র সংগঠনের তরফে স্বাস্থ্য ভবনে বিক্ষোভ দেখানো শুরু হয় | অভিযোগ, ব্যারিকেড ভাঙার চেষ্টা ঘিরে পুলিশের সঙ্গে প্রথমে বচসায় জড়িয়ে পড়েন বাম নেতা-কর্মীরা| পুলিশের সঙ্গে বাম নেতা-কর্মীদের ধস্তাধস্তি শুরু হয় | সেই ঘটনার জেরে বেশ অবশেষে সপ্তর্ষি দেব, পলাশ দাস-সহ প্রায় ১৫০ জন বাম নেতা-কর্মীকে আটক করে পুলিশ বলে সূত্রের খবর | তাদের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় নিয়ে যাওয়া হয় | এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই কলকাতা কর্পোরেশনের সামনেও বিক্ষোভ দেখায় বামেরা |ডিওয়াইএফআই, এসএফআই ও মহিলা সমিতির নেতা-কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন | কর্পোরেশনের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিমকে ডেপুটেশন দেওয়ার দাবি জানান | কর্পোরেশেনর গেটের বেশ কিছুটা আগেই প্রথমে তাঁদের আটকে দেয় পুলিশ | পরে গার্ডরেল ভেঙে কর্পোরেশনের গেট পর্যন্ত পৌঁছে যান বিক্ষোভকারীরা | কার্যত গেটের সামনে বসে বিক্ষোভ দেখান বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় | তবে এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সূত্রের খবর, সেখানেও বেশ কয়েকজন বাম নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ | অন্যদিকে ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদেই ব্যারাকপুর চিড়িয়ামোড় থেকে উত্তর ২৪ পরগণা সিপিআইএম এরিয়া কমিটি ও রেড ভলেন্টিয়ারের তরফে একটি মিছিল করা হয় | মিছিল শেষ হয় ব্যারাকপুর প্রশাসনিক ভবনে| সেখানে একটি স্মারকলিপি জমা দেন বাম কর্মী-সমর্থকরা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *