Breaking News

কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে আসরে নামল ইডি, লালবাজার থেকে তলব এফআইআর-এর কপি!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এবার তদন্তে নামল কেন্দ্রীয় সংস্থা | ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে কসবা থেকে গ্রেফতার হয়েছে ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেব | এই জাল কতদূর বিস্তৃত হয়েছে?কারা কারা যুক্ত আর্থিক লেনদেন কীভাবে হত? এইসব প্রশ্ন নিয়ে এবার আসরে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা (ইডি) | এই ভুয়ো ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যেই কতগুলি এফআইআর হয়েছে, তা জানতে চেয়েছেন ইডি তদন্তকারী অফিসাররা বলে সূত্রের খবর | লালবাজার সূত্রে খবর, গ্রেফতার হওয়ার পর এফআইআর-এর সব কপি চেয়ে পাঠানো হয়েছে | গত সপ্তাহে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে তদন্তের দায়ভার নেয় কলকাতা পুলিশ, গঠন করা হয় সিট | যারা এই তদন্তে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার ও দেবাঞ্জনের বিরুদ্ধে একাধিক জালিয়াতির প্রমাণ জোগাড় করেছে | এবার এই ঘটনায় তদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছে ইডি | জানা গিয়েছে, কলকাতা পুলিশের কাছে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে দায়ের হওয়া সমস্ত মামলার তথ্য চেয়ে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট | ইডি সূত্রে খবর, কোন কোন থানায়, ক’টি এফআইআর দায়ের হয়েছে?তদন্তে কী কী তথ্য মিলেছে?এই সমস্ত বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে ইডি মারফত ই মেল করা হয়েছে | গতকালই ইডি-র তরফে এই ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে বিভিন্ন তথ্য জানতে চেয়ে ই-মেল করা হয় | কলকাতা পুলিশকে অবিলম্বে দ্রুত সেই সমস্ত তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর|ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে দেবাঞ্জনের গ্রেফতারির পর বিজেপি তথা বিরোধী দলগুলির তরফে ঘটনার সিবিআই বা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তের দাবি জানানো হয় | যদিও রাজ্য সরকার নিজেদের পুলিশের উপরই ভরসা রাখে | মুখ্যমন্ত্রীর তরফে পুলিশ কমিশনার সৌমেন মিত্রকে দেবাঞ্জনের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ দেওয়া হয় | তবে এবার ঘটনার মোড় নিয়ে ভুয়ো আইএএস দেবাঞ্জনের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা করে তদন্তে নামতে তৈরি কেন্দ্রীয় সংস্থা ইডি| এফআইআর-এর সমস্ত কপি খতিয়ে দেখার পরই দিল্লিতে ইডির বিশেষ কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে | এর আগে রেমডিসিভির দুর্নীতি মামলাতেও স্বতঃপ্রণোদিতভাবে যুক্ত হয়েছিল ইডি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *