Breaking News

রাজ্য বিজেপিতে দিলীপের সম-মর্যাদা শুভেন্দুকে,ফ্লেক্সেও স্থান পাবেন এক আসনে!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষের সমান গুরুত্ব পেতে চলেছেন শুভেন্দু অধিকারী | রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের ছবির সঙ্গেই থাকবে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবিও | বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সম্প্রতি এমন নির্দেশ পাঠিয়েছে রাজ্য নেতৃত্বকে | আর তার প্রমাণ পাওয়া গেল মঙ্গলবার বিজেপির হেস্টিংস দফতরে কর্মসমিতির বৈঠকেই | নির্বাচনের গোটা বাংলায় যখন ভরাডুবি গেরুয়া শিবিরে, তখন নন্দীগ্রাম আসন থেকে খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়কে হারিয়ে দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী | তার পুরস্কারও তিনি পেয়েছেন | বিধানসভার বিরোধী দলনেতার চেয়ারে বসানো হয়েছে তাঁকে | দলের পোস্টারে এবার রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি রাখা হবে | দলের অন্দরমহল সূত্রে খবর, মমতা ও তাঁর দলের বিরুদ্ধে আক্রমণ শানানোর জন্য শুভেন্দুকে মুখ করতে চাইছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব | সেই বার্তাটাই দেওয়া হয়েছে দলের রাজ্য নেতৃত্বকে | তবে দীর্ঘদিনের পোড়খাওয়া নেতা হিসাবে দিলীপ ঘোষ অবশ্যই থাকছেন| তবে তার সঙ্গেই থাকছেন শুভেন্দু অধিকারী | এবার কার্যত একাসনেই থাকবেন দুজনে | এদিন হেস্টিংসে অনুষ্ঠিত হয় রাজ্য বিজেপির কর্মসমতির বৈঠক বৈঠকে যে রাজনৈতিক প্রস্তাব পেশ হয়েছে, তাতে দিলীপ ঘোষের নাম একবার উচ্চারিত হয় | শুভেন্দু অধিকারীর নাম তিনবার উল্লেখ করা হয় | এমনকি রাজনৈতিক প্রস্তাবে যে অভিনন্দন বার্তা দেওয়া হয়, তাতেও দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীকে এক পংক্তি রাখা হয় |

নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য দলের তরফে এদিন দিলীপ ঘোষকে যেমন ধন্যবাদ জানান হয় | তেমনই বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার জন্য শুভেন্দু অধিকারীকেও অভিনন্দন বার্তা দেওয়া হয়, এছাড়া বৈঠক উপলক্ষে হেস্টিংসের দফতরে যে ফ্লেক্স লাগানো হয় |সেখানেও দিলীপ ঘোষের সঙ্গে সমান গুরুত্ব দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে | রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মুকুল রায় বিজেপিতে আসার পরে দীর্ঘদিন বাদে তিনি দলের সর্বভারতীয় সহ সভাপতির পদ পেয়েছিলেন | কিন্তু শুভেন্দু বিজেপিতে আসার পর থেকেই বিশেষত দলের কেন্দ্রীয় নেতৃত্বের অত্যন্ত প্রিয়পাত্র হয়ে ওঠেন এবং সেটাও কম সময়ের মধ্যেই | এবার সেই শুভেন্দু অধিকারীরকে দিলীপ ঘোষের সঙ্গেই একাসনে বসিয়ে দলের মধ্যে আরও গুরুত্ব দেওয়ার চেষ্টা করছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব | পাশাপাশি তৃণমূলকে চাপে রাখতে শুভেন্দুকে পুরোমাত্রায় ব্যবহার করতে চাইছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *