Breaking News

যাদবপুরে স্থানীয়দের বিক্ষোভের মুখে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা,লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর, জখম ৭!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- খাস কলকাতায় জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের সঙ্গে বচসায় জড়ালেন স্থানীয় বাসিন্দারা বলে অভিযোগ | পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালাল কেন্দ্রীয় বাহিনী |লাঠির ঘায়ে জখম হয়েছেন ৭ জন বলে খবর| তাঁদের মধ্যে অধিকাংশই মহিলা|এই ঘটনায় মঙ্গলবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুরে |ভোট-পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে যাদবপুরে আসে জাতীয় মানবাধিকার কমিশনের (এএইচআরসি) প্রতিনিধি দল | সেখানে মানবাধিকার কমিশনের সদস্যদের স্থানীয়দের হেনস্থার মুখে পড়তে হয় বলে অভিযোগ | অভিযোগ, সদস্যদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা | পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে লাঠি চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা | অভিযোগ, তাঁদের লাঠির ঘায়ে জখম হয়েছেন ৭ জন | বর্তমানে হাসপাতাল ভর্তি তাঁরা| এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে | মানবাধিকার কমিশনের সদস্যদের দাবি, যাদবপুরের যে সব এলাকায় ভোট-পরবর্তী হিংসার অভিযোগ উঠেছিল, সেখানে মঙ্গলবার যান জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা | সেখানে জাতীয় সংখ্যালঘু কমিশনের ভাইস-চেয়ারপার্সন-সহ কয়েকজন সদস্যকে হেনস্থা করা হয় বলে অভিযোগ | এই ঘটনার নিন্দা করেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদার |তিনি বলেন, “মানবাধিকার কমিশনের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর লাঠি চালানো অত্যন্ত নিন্দাজনক ঘটনা|কে বা কারা বিক্ষোভ দেখাল তা খতিয়ে দেখা হবে|”জুনের মাঝামাঝি একটি জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা পড়ে | সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয় | তারপরই হাইকোর্ট নির্দেশ দেয়, ভোট-পরবর্তী হিংসা সংক্রান্ত অভিযোগের তদন্ত করবে জাতীয় মানবাধিকার কমিশন | সেই নির্দেশের বিরুদ্ধে তড়িঘড়ি হাইকোর্টে যায় রাজ্য সরকার | দায়ের করা হয় পুনর্বিবেচনার আর্জি | যদিও পশ্চিমবঙ্গ সরকারের সেই আর্জি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট | তারপরই ২১ জুন সাত সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন | যে কমিটি ইতিমধ্যে বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে দেখেছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *