দেবরীনা মণ্ডল সাহা :- উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে | মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদহে | এদিকে ভুটান পাহাড় ও ডুয়ার্সে একটানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বানারহাট, বিন্নাগুরি চামুর্চি এলাকায় |ভূটানের পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের বানারহাট এলাকায়| ভূটানের পাহাড় থেকে নেমে আসা হাতিনালা এখন ফুলে ফেঁপে দুই কুল ছাপিয়ে বয়ে চলেছে|মঙ্গলবার ভোর রাত থেকে শুরু হওয়া অবিরাম বর্ষণের ফলে ভূটান পাহাড় থেকে বয়ে আসা জলে হাতিনালার দু’কূল ছাপিয়ে প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বানারহাট এলাকায়| এদিন দুপুরের পর হাতিনালার জল রেললাইন পার হয়ে বানারহাটের ক্ষুদিরাম পল্লী এলাকায় ঢুকে পড়তে শুরু করে| রেললাইনের নীচের পাথর জলের তোড়ে সরে গিয়ে দারুণভাবে রেললাইন ক্ষতিগ্রস্তও হয়েছে একাধিক জায়গায়|
ফলে নিউ জলপাইগুড়ি থেকে নিউ মাল জংশন হয়ে নিউ আলিপুরদুয়ার জংশনের রেল যোগাযোগও বিপর্যস্ত হয়ে পড়েছে এদিন সকাল থেকেই | এদিন বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন ধূপগুড়ির বিডিও প্রহ্লাদ বিশ্বাস | জলপাইগুড়িতে রাজ্য সড়কের উপর দিয়ে বইছে জলের স্রোত| যার ফলে চরম দুর্ভোগে বাসিন্দারা | হাতিনালা জলে ডুবে গিয়েছে | বিন্নাগুড়ি বানারহাট এর প্রায় চা বাগান জলমগ্ন | চা-বাগানের উপর দিয়ে বইছে জলের স্রোত | বিন্নাগুড়ি থেকে হলদিবাড়ি গামী রাজ্য সড়কের উপর দিয়ে দাঁড়িয়ে আছে এক হাঁটু জল | সেক্ষেত্রে শুধু বানারহাট এলাকাই নয়, গোটা ডুয়ার্সই জলমগ্ন হয়ে পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে | সবমিলিয়ে উত্তরবঙ্গের একাধিক এলাকার মানুষ কার্যত জলবন্দি | বানারহাট থেকে ভুটানগামী যে ইন্দো ভুটান সার্ক সড়ক রয়েছে, পলাশবাড়ী এলাকায় সেই সড়কের উপর দিয়ে প্রায় এক হাঁটু জল বইছে | তবে আলিপুর আবহাওয়া দফতর এদিন জানিয়েছে, আগামিকাল থেকে পরবর্তী ৭২ ঘন্টা উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে |