Breaking News

করোনা আবহে জলপাইগুড়িতে গৌড়ীয় মঠের রথযাত্রা নিয়ে অনিশ্চয়তা!

উৎপল রায়, জলপাইগুড়ি :- করোনা আবহে বিভিন্ন জায়গার রথযাত্রা নিয়ে অনিশ্চয়তা রয়েছে | জলপাইগুড়ির গৌড়ীয় মঠের রথযাত্রা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে | ইতিমধ্যে পুরি এবং মাহেশে রথযাত্রা ভক্ত সমাগমে পালন করা হবে না বলে ঘোষণা করা হয়েছে | প্রতিবছরই মহা ধুমধামের সঙ্গে গৌড়ীয় মঠের রথযাত্রা পালন করা হয় | সোজা রথ এবং উল্টো রথের দিন কয়েক হাজার মানুষের ভিড় হয় | করোনার কারণে গত বছরও নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে পুজো করা হয় | আগামী ১২ই জুলাই রয়েছে রথযাত্রা | প্রতি বছর বেশ জাঁকজমক করেই পালন করা হয় এখানকার রথযাত্রা অনুষ্ঠান|

হাজার হাজার লোকের সমাগম হয় এখানে | কিন্তু এবারও এই বড় অনুষ্ঠান হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না | জলপাইগুড়ি গৌড়ীয় মঠের পক্ষে শ্রী অনন্ত রাম দাস জানান, প্রতিবছরই আনুষ্ঠানিকভাবে রথ যাত্রার অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়, কিন্তু করোনা জনিত কারণে গত বছর থেকে বন্ধ রয়েছে | গতবছর পূজার নিয়ম মেনে ঘরোয়াভাবে অনুষ্ঠানটি করা হয়| যেহেতু এখনও প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানটি করা নিয়ে সেরকম কোনো নির্দেশ নেই, তাই এবছর রথযাত্রা স্বাভাবিকভাবে করা যাবে কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট ভাবে বলা যাবে না | প্রসঙ্গত , জলপাইগুড়ির ওল্ড পুলিশ লাইন এলাকার এই গৌড়ীয় মঠের রথযাত্রা প্রতিবছর জাঁকজমকভাবেই করা হতো | করোনা জনিত বিধিনিষেধ এর কারণে গত বছর থেকে অনুষ্ঠান বন্ধ রয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *