প্রসেনজিৎ ধর, কলকাতা :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতোই পুজোর আগেই ফল প্রকাশ হবে টেটের,এমনটাই ইঙ্গিত দিল পর্ষদ | মঙ্গলবার জানানো হয়েছে, আগামী মঙ্গলবার ঘোষণা করা হবে তৃতীয় দফার টেট পরীক্ষার কাউন্সিলিংয়ের নির্ঘণ্ট | ফলপ্রকাশ হবে পর্ষদের ওয়েবসাইটে | এদিন পর্ষদ জানায়, চলতি বছরের জানুয়ারিতে যে পরীক্ষা হয়েছিল, পুজোর আগেই তার ফল প্রকাশিত হবে। পর্ষদের ওয়েবসাইট www.wbbpe.org থেকে জানা যাবে ফলাফল | এদিন সাংবাদিক বৈঠকে জানানো হয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পুজোর আগে ১০,৫০০ জনকে নিয়োগ করা হবে প্রাথমিকে | সেই মতোই এগোচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ|আগেই ৫,৬৫৬ জনকে নিয়োগপত্র দেওয়া হয় তার মধ্যে ৫,১৪৬ জন কাজে যোগ দিয়েছেন | মেধার তালিকা অনুযায়ী তাঁদের আগেই নিয়োগ পত্র দেওয়া হয়েছে | যে যে জেলা থেকে তারা আবেদন করেছেন সেখানে সেখানে তাদের নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য | জানানো হয়, বাকি ১০,৫০০ পদের নিয়োগ সংক্রান্ত কাউন্সেলিংয়ের নির্ঘণ্ট নির্দিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে | সকলের কাছে পর্ষদ সভাপতির আবেদন, ওয়েবসাইট থেকেই যেন চাকরিপ্রার্থীরা নিজেদের নাম ও কাউন্সেলিংয়ের সেন্টার ঠিকমতো দেখে নেন | এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের এই সাংবাদিক সম্মেলনের পর দ্রুত চাকরি পাওয়ার আশায় আরও একবার বুক বাঁধলেন ভাবী শিক্ষকরা |