দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পেট্রোল-ডিজেল সেঞ্চুরির পথে| এই অবস্থায় রাস্তায় গাড়ি নামাতে গিয়ে চাপে পড়ছেন প্রাইভেট ট্যাক্সি অর্থাৎ ওলা ও উবের-এর ড্রাইভাররা | আর তাই অ্যাপ ক্যাবের ভাড়া বাড়ল ১৫ শতাংশ | আগে যেখানে প্রতি কিলোমিটারে ১০ টাকা চার্জ নেওয়া হত, সেখানে এখন লাগবে ১৪ টাকা ৭০ পয়সা | জানা গিয়েছে আজ মধ্যরাত থেকে ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর জন্য একধাক্কায় অনেক টাকাই গুনতে হবে যাত্রীদের | ধরা যাক, আগে যে রাস্তায় ভাড়া লাগত ৩৫০ টাকার কাছাকাছি, উবেরে সেই রাস্তায় ভাড়া এবার লাগবে ৪০৩ টাকা | জ্বালানির ঊর্ধ্বমুখী মূল্যের জন্যই ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে নেওয়া হয়েছে বলে খবর |একেই রাজ্যে কড়া বিঁধি নিষেধে রাস্তায় নেই গণ পরিবহন| আগামী ১ তারিখ থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাস্তায় বাস নামানোর নির্দেশ দিলেও জ্বালানির আকাশছোঁয়া দামে পরিষেবা দিতে অনীহা | ভাড়া বাড়ানোর দাবি বারবার জানাচ্ছে বাস মালিকেরা | তাদের দাবি, করোনা সংক্রমণ ঠেকাতে ১ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস পরিষেবা চালু করা হয়েছে ঠিকই | কিন্তু এত কম যাত্রী নিয়ে বাস চালাতে আখেরে লোকসানই হবে বাস মালিকদের | তাই ভাড়া না বাড়ালে সমস্যায় পড়তে হবে তাঁদের |এইমত অবস্থায় চাকরির জায়গায় কীভাবে যাতায়াত করবে মানুষ | ভরসা ছিল ওলা ও উবের এবং হলুদ ট্যাক্সি| কিন্তু উবের ও ওলার এই ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে ছ্যাকা পড়ল মধ্যবিত্তের পকেটে|