প্রসেনজিৎ ধর, কলকাতা :- সেন্ট্রাল ভিজিলেন্স অধিকারিক সেজে গাড়িতে নীলবাতি লাগিয়ে ঘোরার অভিযোগ | বেনিয়াপুকুর থেকে গ্রেফতার আসিফুল হক ওরফে সাদিক নামে ১ যুবক | গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ | বুধবারই তাকে আদালতে পেশ | পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে থিয়েটার রোডে নাকা চেকিং চলছিল | তখনই নীলবাতি লাগানো গাড়িটিকে দাঁড় করায় ইস্টার্ন ট্র্যাফিক গার্ড | গাড়িটি ছিল কালো কাচে ঢাকা | ভিতরের আরোহী সম্পর্কে জানতে চাইলে নিজেকে কেন্দ্রীয় দুর্নীতি দমন শাখার আধিকারিক পরিচয় দেন আসিফুল | কিন্তু তাঁর আচরণ সন্দেহজনক হওয়ায় তাঁকে গ্রেফতার করেন আধিকারিকরা | ধৃত পার্ক স্ট্রিট থানা এলাকার কলিন্স স্ট্রিটের বাসিন্দা বলে জানা গিয়েছে | বিলাসবহুল গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে | জানা গিয়েছে, ধৃত ওই যুবকের নাম আসিফুল হক| সে পার্কস্ট্রিটের বাসিন্দা |ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিল|তদন্তকারীরা জানাচ্ছেন, এই যুবক ভুয়ো পরিচয়ে কার কার সঙ্গে কী কী প্রতারণা করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে | সঙ্গে গাড়িটি সে কোথা থেকে পেল তারও তদন্ত চলছে | বুধবারই তাকে আদালতে পেশ | ভুয়ো আধিকারিক পরিচয় দিয়ে কোন কোনও কাজ সে করে বেরিয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা|প্রসঙ্গত, সম্প্রতি কসবার ১০৭ নম্বর ওয়ার্ডে চলা ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পের পর্দাফাঁস হয় | এই ঘটনায় দেবাঞ্জন দেব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় | তার কাছ থেকেও নীল বাতি লাগানো গাড়ি বাজেয়াপ্ত করা হয় |