Breaking News

নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের, ভোটের জন্য একটি রাজনৈতিক দলের হয়ে সীমান্তবর্তী এলাকার গ্রামের মানুষদের চাপ দিচ্ছে বিএসএফ

নিজস্ব সংবাদদাতা :- গতকালই বাংলায় এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ভোট এগিয়ে আসতেই নির্বাচন কমিশনের কাছে এবার চাঞ্চল্যকর অভিযোগ করে বসল তৃণমূল কংগ্রেস। তাঁদের মতে, বিএসএফ একটি রাজনৈতিক দলের হয়ে ভোট দেওয়ার জন্য সীমান্তবর্তী এলাকার গ্রামের মানুষদের চাপ দিচ্ছে।

 

শাসক দল থেকে বিরোধী পক্ষ এদিন একাধিক অভিযোগ করেছে কমিশন বেঞ্চের কাছে। কখনো ভুয়ো ভোটার তো কখনো রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি সব কিছুই এদিন খোলসা হয়েছে |

অন্যদিকে এসব গুরুত্বপূর্ণ আলোচনার মাঝে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, “আমরা নজর করে দেখছি সীমান্তবর্তী এলাকা গুলিতে গ্রামে গ্রামে বিএসএফের করতে লাগিয়ে একটি বিশেষ রাজনৈতিক দলকে সহায়তা করার জন্য তারা ভয় দেখাচ্ছেন। তারা বলছেন তোমরা যদি ভোট না দাও তাহলে জেলাশাসক তোমাদের ক্ষমতায় রাখতে পারবে না। জাতীয় নির্বাচন কমিশন হস্তক্ষেপ করুক আমরা এটাই চাই।” অন্যদিকে এই অভিযোগের ভিত্তিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, “ভোটাররা যাতে ভোট দিতে পারেন আগে থেকে যাতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসে যাতে অশান্তি এড়ানো যায়, আমরা সেই দাবি রেখেছি নির্বাচন কমিশনের কাছে।” প্রসঙ্গত, আসন্ন ভোটের আগেই গতকালই বিস্ফোরক দাবি করেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এদিন সীমান্তের ফুলবাড়িতে দিলীপ ঘোষ বলেন, “কমপক্ষে ৩-৪ লাখ অনুপ্রবেশকারী ঢুকে পড়ছে রাজ্যের ভোটার লিস্টে। রাজ্যের নিরাপত্তার জন্য এরা অত্যন্ত বিপজ্জনক। বাম আমলে তো বটেই এই সরকারের আমলেও বহু অনুপ্রবেশকারীর নাম ভোটার তালিকায় ঢুকে গিয়েছে এর মধ্যে রয়েছে রোহিঙ্গারাও”।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *