Breaking News

‘কাঁথি ব্যাঙ্কে চুরির বিরুদ্ধে অভ্যন্তরীণ অডিট হচ্ছে,কাঁথি সমবায় ব্যাঙ্কের দুর্নীতি নিয়ে মুখ খুললেন মমতা বন্দোপাধ্যায় !

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- কাঁথি, তমলুক সহ পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি ব্যাঙ্কে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে কিছুদিন আগেই | নাম জড়িয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,সৌমেন্দু অধিকারীর| বুধবার নবান্ন থেকে তিনি বলেন, ‘‌কন্টাই ব্যাঙ্কের তদন্ত বারবার আটকে দেওয়া হচ্ছে কেন?‌ যেখানে অভিযোগ পাবো সেখানেই তদন্ত করব|’‌ কয়েকদিন আগেই কাঁথির সমবায় ব্যাঙ্কের সামনে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখিয়েছিল| কারণ এখানে প্রভাব খাটিয়ে শুভেন্দু অধিকারী বারবার চেয়ারম্যানের পদ করায়ত্ত করেছিলেন বলে তাঁদের অভিযোগ | ভারতের রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, কোনও সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পরপর দু’‌বারের বেশি থাকা যায় না | সেখানে বারবার চেয়ারম্যান পদে আসীন হলেন কি করে?‌এই প্রশ্ন উঠছে | এই পরিস্থিতির মধ্যে এবার কাঁথির কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কে দুর্নীতি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | এদিন মুখ্যমন্ত্রী নাম না করলেও তাঁর অভিযোগের তির যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তা একেবারে স্পষ্ট | কন্টাই ব্যাঙ্কে বহ বেনামি অ্যাকাউন্ট আছে বলেও তিনি তোপ দাগেন | নবান্নের সভাঘরে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ‘‌কাঁথি ব্যাঙ্কে চুরির বিরুদ্ধে অভ্যন্তরীণ অডিট হচ্ছে | আর তাই রিট পিটিশন করে বসে আছে | এত ভয় কেন?আটকে দেওয়া হচ্ছে যাতে তদন্ত না হয় | কাঁথি ব্যাঙ্কেও তদন্ত হবে| অর্থ দফতরও তদন্ত করবে | দুর্নীতির অভিযোগ এসেছে সেখান থেকে |’ এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ‘‌কাঁথি ব্যাঙ্কে কত টাকা আছে দেখব না? ভূতদের তো বের করতে হবে | ভূতেদের মুখে সেজন্য এখন রামনাম, হরিনাম চলছে | সব কিছুকে মামলা করে বন্ধ করে দাও | কলকাতা হাইকোর্টকে সম্মান করি | সেই সম্মানটা যেন অক্ষুন্ন থাকে। তদন্ত হচ্ছে তো এই কারণে | ভূতেদের টাকা আছে | কার টাকা আছে বেনামে? খুঁজে বের করতে হবে না!’‌

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *