নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- ভুয়ো ভ্যাকসিন ও জাল আইএএস নিয়ে রাজ্যকে কড়া ভাষায় আক্রমণ কলকাতা হাইকোর্টের | ভুয়ো ভ্যাকসিন নিয়ে হাইকোর্টে যে জনস্বার্থ মামলা হয়েছিল বুধবার তারই শুনানিতে রাজ্যকে কড়া ভাষায় ধমক দেন বিচারপতি | এই মামলার পরিপ্রেক্ষিতে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি| শুক্রবারের মধ্যে সেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে | কীভাবে একজন ভুয়ো আইএএস শহর কলকাতার মত জায়গায় নীল বাতি গাড়ি করে ঘুরে বেড়ালো? প্রশাসন কিছুই জানেনা? পুরসভা কিছুই জানে না? এটা কেউ বিশ্বাস করবে না | কীভাবে ওই জালিয়াত দিনের পর দিন বেআইনি টিকার ক্যাম্প করেছে? রাজ্যকে প্রশ্ন করে তীব্র ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল | বিচারপতি জানিয়েছেন, ‘দেবাঞ্জন যদি আইএএস হতেনও | নীলবাতি লাগানো গাড়ি নিয়ে কী ভাবে ঘুরে বেড়ালেন? আইএএস হলেই কি নীলবাতি ব্যবহার করা যায়? একজন লোক পুরসভার যুগ্ম কমিশনার সেজে ঘুরে বেড়াচ্ছেন, পুরসভার কমিশনার তখন কী করছিলেন? তিনিও চিনতে পারলেন না?’ করোনার মত ব্যধিতে ভুয়ো আইএএস-এর টিকার ক্যাম্প নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট | ভুয়ো টিকাকরণ নিয়ে বিজেপির তরফে যুব নেতা তরুণজ্যোতি তিওয়ারি একটি জনস্বার্থ মামলা করেছেন | তাঁরই আজ শুনানি ছিল কলকাতা হাইকোর্টে | আর সেই শুনানিতেই রাজ্যকে তুলোধনা করেছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি| পশ্চিমবঙ্গে বিরুদ্ধে তোপ দেগে প্রধান বিচারপতি রাজেশ বিন্দল বলেছেন, ‘এইধরনের জালিয়াতি বাংলাতেই সম্ভব |’ রাজ্যের তরফে এদিন আদালতকে জানানো হয় অনেক রিপোর্ট আছে সবটা জমা করতে কিছুদিন সময় লাগবে | সেইমতো এই মামলায় আগামী শুনানি শুক্রবার হবে বলে জানা গিয়েছে |