Breaking News

বিধানসভার ভাষণ সম্প্রচার না করাকে জরুরি অবস্থার সঙ্গে তুলনা, রাজ্যপালের নিশানায় স্পিকার!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- নবান্ন-রাজভবন সংঘাত এতদিন দেখে আসছিল রাজ্যবাসী | এবার রাজ্যপাল বনাম স্পিকারের ঠাণ্ডা লড়াই দেখল রাজ্যের মানুষজন | কয়েকদিন আগে রাজ্যপাল বিধানসভার কাজে হস্তক্ষেপ করছেন বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে অভিযোগপত্র দিয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় | এবার সরাসরি স্পিকারকে চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় | তাও তাঁর বক্তৃতা সরাসরি দেখানো হবে না বলে| তিনি চিঠিতে লিখলেন, ‘স্পিকার নিজেই রাজ্যপাল পদটির অবমাননা করছেন | বিধানসভায় আমার ভাষণ সম্প্রচার বন্ধ করা হয়েছে | যা জরুরি অবস্থার সামিল |’এদিনের চিঠিতে রাজ্যপাল লিখেছেন, ‘লোকসভার সাংসদকে দেওয়া আপনার চিঠি আমাকে ব্যথিত করেছে | এর থেকে দুঃখজনক কিছু হতে পারে না | আপনার এই অভিযোগ সংবিধানের পরিপন্থী | বরং বারবার আপনার কাজে রাজ্যপাল পদটির অবমাননা করা হয়েছে | আমি বিধানসভায় যাওয়ার পরেও গেট বন্ধ রাখা হয়েছে | এমনকি আপনি নিজেও উপস্থিত থাকেননি | আমাকে অপমান করা হয়েছে | বিধানসভার অধিবেশন শুরু হওয়ার আগে রাজ্যপালের ভাষণ দেখানো হবে না বলে জানানো হয়েছে| এই অবস্থা জরুরি অবস্থার শামিল | যদিও মুখ্যমন্ত্রী ও রাজ্যের অর্থমন্ত্রীর বক্তব্য দেখানো হয়েছে |’এখানেই ইতি নয়, এদিন স্পিকারকে দেওয়া চিঠিতে রাজ্যপাল দুঃখের কথা জানিয়ে লিখেছেন, ‘আপনি সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন, রাজভবনে পাঠানো একাধিক বিল ফেরত পাঠানো হয়নি, আমি নাকি সই করিনি | এই অভিযোগও খুব দুঃখজনক | কারণ রাজ্যপাল কোনও কাজ ফেলে রাখেননি | শুধুমাত্র দুটি বিলে ত্রুটি থাকায় পড়ে রয়েছে |’ চলতি বছর বিধানসভা অধিবেশনের আগে বিধানসভার সচিবালয়ে চিঠি পাঠানো হয়েছিল রাজভবনের তরফে | তার বক্তব্য ছিল, এবার রাজ্যপালের উদ্বোধনী ভাষণ সম্প্রচার করা হোক | কিন্তু বিধানসভার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, করোনা পরিস্থিতিতে কোনওভাবেই তা লাইভ সম্প্রচার করা যাবে না | এমনকী আসন্ন বাজেট অধিবেশনে বিধানসভায় প্রবেশের ক্ষেত্রেও একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে বলে সূত্রের খবর | কারণ, মহামারী আবহে কাজ চললেও সকলের স্বাস্থ্য নিয়ে সচেতনতা অবলম্বন করতে হচ্ছে | তবে তার মধ্যে কেন রাজ্যপালের ভাষণ সম্প্রচারেও বাধা থাকবে, সেই প্রশ্ন তুলেছেন জগদীপ ধনখড় | ২ জুলাই থেকে শুরু অধিবেশন | প্রথা অনুযায়ী, সেদিন রাজ্যপালের ভাষণ দিয়ে অধিবেশন শুরু হবে | তবে তার আগেই অধিবেশন নিয়ে ফের সংঘাত বাড়ল রাজ্য ও রাজ্যপালের |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *