দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কসবা ভুয়ো টিকা কাণ্ডে এবার গ্রেফতার করা হল অশোক কুমার রায় নামক একজনকে | বুধবার রাতে তাঁকে বিরাটির বাড়ি থেকে গ্রেফতার করা হয় | ধৃতকে আজ আদালতে পেশ | এই অশোকের কাছ থেকেই নাকি অফিস ভাড়া নিয়েছিল দেবাঞ্জন| তদন্তকারীরা অশোককে জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে যে দেবাঞ্জনের সঙ্গে তিনিও জড়িত ছিলেন কি না, বা দেবাঞ্জনের জালিয়াত কাণ্ড থেকে কোনওভাবে আর্থিকভাবে লাভবান হয়েছিলেন কি না | দেবাঞ্জনের মুখোমুখি বসিয়ে অশোক কুমারকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে |প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, জাল টিকা কেলেঙ্কারির মূল পাণ্ডা দেবাঞ্জন দেবকে অফিস ভাড়া দিয়েছিলেন অশোকবাবু | কসবার এই অফিসের মালিক তিনিই | পাশাপাশি দেবাঞ্জনের জালিয়াতির শিকার বিরাটির বাসিন্দা অশোক কুমার রায় | তাঁরও বেশ কয়েকজন আত্মীয়কে কসবার ক্যাম্প থেকেই ভুয়ো করোনা টিকা দেওয়া হয়ে বলে অভিযোগ | অশোকবাবুকে আজ আদালতে পেশ করা হতে পারে|বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে এসব প্রশ্নের উত্তর পেতে চায় পুলিশ |জানা গিয়েছে ২০২০ সালে মাসিক ৬৫ হাজার টাকার বিনিময়ে অফিস ঘর দেবাঞ্জনকে ভাড়া দেন অশোক কুমার | ঝাঁ চকচকে অফিস, ভিতরে চেম্বার | রয়েছে বাতানুকূল যন্ত্র, কম্পিউটার | দেখে বোঝার উপায়ই নেই যে এসব অফিসে আসলে কোনও জালিয়াতি চক্র চলছে | কসবায় ভুয়ো টিকা কাণ্ডের মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব এই ঝাঁ চকচকে অফিসে বসেই দাদা কাঞ্চনের সঙ্গে শলা-পরামর্শ করে প্রতিটি পদক্ষেপ নিয়েছে | জালিয়াতির মূল পাণ্ডা সে-ই | কাঞ্চনের জন্যও কসবার এই অফিসে ছিল আলাদা চেম্বার | ধৃত কাঞ্চন দেব এবং অন্যদের জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ এসব তথ্য হাতে পেয়েছে |দেবাঞ্জনের চারতলার অফিসের কোনও বৈধ কাগজপত্র ছিল না |