Breaking News

বিধানসভার ডেপুটি স্পিকার হচ্ছেন আশিস বন্দ্যোপাধ্যায়,শুক্রবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবে ডেপুটি স্পিকার নির্বাচন!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- শুক্রবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিধানসভার ডেপুটি স্পিকার হতে চলেছেন আশিস বন্দ্যোপাধ্যায় | জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে বিজেপি কোনও প্রার্থী দেয়নি | তাই শুক্রবার বিকেলে এই পদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন বলে সূত্রের খবর | তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগেই এই পদে আশিস বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করে দেওয়া হয়েছে | বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডেপুটি স্পিকার নির্বাচনে জয়যুক্ত হতে চলেছেন আশিস বন্দ্যোপাধ্যায় | শুক্রবার বিকেল ৪টের সময় হবে নির্বাচন | সেখানেই তাঁকে জয়ী বলে ঘোষণা করা হবে | বীরভূম জেলার রামপুরহাট আসনের জয়ী বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় আগের বারে সরকারে ছিলেন কৃষিমন্ত্রী | আর এবার কৃষিমন্ত্রী হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় | তাই এবারের মন্ত্রিসভায় তাঁকে না রেখে ডেপুটি স্পিকার করার ঘোষণা করে তৃণমূল কংগ্রেস | যেখানে গতবার ছিলেন সোনালি গুহ | এই ডেপুটি স্পিকার নির্বাচনে বিজেপি প্রার্থী দেবে না বলে জানিয়েছেন বিধানসভায় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা | তবে কেন বিজেপি ডেপুটি স্পিকার নির্বাচনে অংশ নেবে না, তা নিয়ে অবশ্য কিছুই জানাননি |আশিস বন্দ্যোপাধ্যায় অভিজ্ঞ রাজনীতিবিদ | তিনি বীরভূমের রামপুরহাটের বিধায়ক| ২০০১ থেকে পাঁচবার বিধায়ক হয়েছেন | রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রিত্বও সামলেছেন | এবার তাঁর কাঁধে ডেপুটি স্পিকারের দায়িত্ব দেওয়া হল | তৃতীয়বার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর শুক্রবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার প্রথম অধিবেশন |বিধানসভা সূত্রে খবর, এই অধিবেশনের শেষ দিনেই ৪১টি কমিটির চেয়ারম্যানের নাম ঘোষণা করবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়| সেক্ষেত্রে পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান পদ কাকে দেওয়া হয়, সেদিকেও নজর রাখছে প্রধান বিরোধী দল বিজেপি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *