Breaking News

চিনা মাঞ্জা চাকায় জড়িয়ে দুর্ঘটনা মা উড়ালপুলে!স্কুটার থেকে ছিটকে পড়ে যান দম্পতি, অল্পের জন্য রক্ষা বড়সড় দুর্ঘটনার কবল থেকে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- চিনা মাঞ্জার জেরে দুর্ঘটনা বেড়েই চলেছে কলকাতায় | বৃহস্পতিবার ফের চিনা মাঞ্জার জেরে দুর্ঘটনা ঘটল শহরে চিনা মাঞ্জা বাইকে জড়িয়ে চলন্ত বাইক থেকে ছিটকে পড়েন দুই আরোহী | ঘটনা দেখতে পেয়ে এগিয়ে যান কর্তব্যরত পুলিশ কর্মীরা | তাঁরাই দুজনকে হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য | বারবার সতর্কতা সত্ত্বেও ফের চিনা মাঞ্জার জেরেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা | সেটাও আবারও মা ফ্লাইওভারে | জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে ওই দম্পতি মা উড়ালপুল ধরে দমদম থেকে জোকার দিকে যাচ্ছিলেন | তাঁদের দাবি, উড়ালপুলের উপর আড়াআড়িভাবে ছিল চিনা মাঞ্জা | তাতেই মাস্ক ভেদ করে মুখ কেটে যায় স্কুটার চালকের বেসামাল হয়ে যান তিনি | নিয়ন্ত্রণ রাখতে না পারায় স্কুটারটি মা উড়ালপুলের উপর ছিটকে পড়ে যায়। স্কুটার চালক এবং তাঁর স্ত্রী বেশ খানিকটা দূরে গিয়ে পড়েন | যথেষ্ট চোট পান দু’জনেই | ফ্লাইওভারের কানেকটরের কাছে পড়েছিল একটি চিনা মাঞ্জা | আগে থেকে পড়ে থাকলেও চোখে দেখা যায়নি সেটি | তার জেরে চাকায় জড়িয়ে যায় সেই মাঞ্জা | এই ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে যায় কর্তব্যরত পুলিশকর্মীরা ও তাঁদের উদ্ধার করেন | প্রসঙ্গত,চিনা মাঞ্জার জেরে দুর্ঘটনা প্রথম নয়| এই মা ফ্লাইওভারেই একাধিকবার এমন দুর্ঘটনা ঘটেছে | এমনকী মোটরবাইক আরোহীর গলায় মাঞ্জা জড়িয়ে মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছিল | তারপর মোটরবাইক আরোহীর নাক কেটে যায় ওই মাঞ্জায় | এই সব ঘটনার পর পাঁচজন পুলিশ কর্মীকে নিয়ে একটি দলও তৈরি করে কলকাতা পুলিশ | যাতে ছিলেন একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর ও চারজন কনস্টেবল|
সেই দল মোতায়েন করা হয় ফ্লাইওভারের বিভিন্ন জায়গায় | তারপরেও দুর্ঘটনা ঘটল | প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁদের | তবে এই দুর্ঘটনার পর থেকে যথেষ্ট আতঙ্কিত ওই দম্পতি|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *