নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- ভোট প্রচারে সিনেমার উস্কানিমূলক সংলাপ বলার অভিযোগ | জিজ্ঞাসাবাদের জন্য ফের মহাগুরু মিঠুন চক্রবর্তীকে তলব মানিকতলা থানার পুলিশের | গত ৭ মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী | সেদিন থেকেই নিজের সিনেমার হুমকি মূলক সংলাপগুলি একাধিক রাজনৈতিক মঞ্চে বলেছেন মিঠুন | যার ফলে ভোট পরবর্তী হিংসা নিয়ে মিঠুনের নামে মানিকতলা থানায় মামলা দায়ের হয় | যার ভিত্তিতে তদন্ত শুরু করলে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও রেহাই পাননি মিঠুন |গত ১৬ জুন, মিঠুনের জন্মদিনে ভোটের প্রচারে বিতর্কিত মন্তব্য মামলায় মিঠুনকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছিল মানিকতলা থানার পুলিশ | আজও মানিকতলা থানার তদন্তকারী অফিসাররা মিঠুনকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের জন্য জানান| কিন্তু মিঠুনের তরফে জানানো হয় আজ তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব না, কারণ পূর্ব নির্ধারিত কিছু ব্যক্তিগত কাজ রয়েছে| যদিও মানিকতলা থানার তরফে জানানো হয়েছে এই হাজিরা দেওয়ার ব্যাপারে কিছুদিন আগেই অভিনেতাকে জানানো হয়েছিল | তাও আজকের জিজ্ঞাসাবাদ এড়িয়ে যাচ্ছেন ‘মহাগুরু’| বঙ্গে ভোট প্রচারের সময় নিজের সিনেমার একাধিক সংলাপ বলে দলের কর্মী ও সমর্থকদের মনোরঞ্জনের চেষ্টা করেছিলেন মিঠুন | কখনও ‘বালি বোরা নই, জল ঢোড়া নই, আমি জাত গোখরো একছোবলে ছবি’, আবার কখনও ‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে,’ এইসব সংলাপ বলায় রাজ্যে ভোট পরবর্তী হিংসায় উস্কানি বলে মানিকতলা থানায় মামলা হয় | যার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের নির্দেশেই চলছে এই মামলার শুনানি |