দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভুয়ো টিকা কাণ্ডে গ্রেফতার আরও এক | ধৃতের নাম ইন্দ্রজিৎ সাউ | ট্যাংরার বাসিন্দা ইন্দ্রজিৎ নর্থ সিটি কলেজে ভুয়ো টিকাকরণ কেন্দ্রের আয়োজনের মূল পাণ্ডা ছিলেন বলে জানা গিয়েছে | নর্থ সিটি কলেজেরই প্রাক্তন ছাত্র ইন্দ্রজিৎ সাউ | ভুয়ো টিকা সম্বন্ধে সমস্ত তথ্যই ছিল তার কাছে |শুক্রবার সেন্ট্রাল মেট্রো স্টেশনের কাছে বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে দেবাঞ্জন দেবের ওই সহযোগীকে গ্রেফতার করে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ | ভুয়ো আইএএস দেবাঞ্জনের প্রাক্তন কর্মচারী ইন্দ্রজিৎ সাউ জানান, তিনি গত মার্চ মাসে চাকরি পান | কসবার রাজডাঙার ভুয়ো পুরসভা অফিসে তাঁকে হেডক্লার্ক হিসাবেই নিয়োগ করে দেবাঞ্জন | তিনি বুঝতেও পারেননি যে, এটি ভুয়ো পুরসভা অফিস|কর্মচারীদের কাছে দেবাঞ্জন নাকি দাবি করত, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ৬৭ র্যাঙ্ক করেছিল সে | কিন্তু ডাক্তারি না পড়ে ‘জনসেবা’র জন্য ‘আমলা’ হয়েছে | তদন্তকারীরা জানিয়েছেন, ভুয়ো টিকা কাণ্ডের নায়ক দেবাঞ্জন দেবকে জিজ্ঞাসাবাদ করেই ইন্দ্রজিতের বিষয় জানা গিয়েছে| সূত্রে খবর, তাঁকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, আদতে ভ্যাকসিনের বদলে যে অন্য কিছু দেওয়া হচ্ছে, তা জানতেন ইন্দ্রজিৎ | ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৬৭, ৪৭১, ৪৭৪, ৪১৯, ৪২০, ১৭০ এবং ১২০বি ধারায় মামলা দায়ের হয়েছে | শুধু তাই নয়, ইন্দ্রজিতই কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করিয়েছিল দেবাঞ্জনের | সেই সময় দেবাঞ্জন মাস্ক-স্যানিটাইজার নিয়ে হাজির হন কলেজে | এই কলেজে এসে টিকাকরণ শিবির করার কথা জানান অধ্যক্ষকে | কলকাতা পুরসভার যুগ্ম-কমিশনার পরিচয় দেওয়ায় রাজি হয়ে যান অধ্যক্ষও| তাঁর কোনও সন্দেহই হয়নি | এরপর ১৮ জুন নর্থ সিটি কলেজের কম্পিউটার ল্যাবে এই ক্যাম্পের আয়োজন করা হয় | প্রায় ১০০ জন টিকা নেয় | ইন্দ্রজিৎকে নিয়ে ভুয়ো টিকা কাণ্ডে এখনও পর্যন্ত মোট ৯ জনকে গ্রেফতার করা হল |