নিজস্ব সংবাদদাতা, হাওড়া :- প্লাস্টিকের পাইপ তৈরির কারখানায় কাজ করতে গিয়ে অসুস্থ তিন শ্রমিক |পাইপ তৈরিতে ব্যবহৃত রাসায়নিক থেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছে ওই তিনজন বলে জানা গেছে | যদিও গোটা বিষয়টি অস্বীকার করেছে মালিকপক্ষ | এই ঘটনায় শনিবার ওই কারখানার মালিককে ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান শ্রমিকরা | ডোমজুড়ের পায়রাটুনি এলাকার ঘটনা | জানা গেছে,গা বমি ভাব, মাথা ঝিমঝিম, খিদে না পাওয়া, চুলকানি সহ একাধিক লক্ষণ দেখা যাচ্ছিল ডোমজুড়ের ওই প্লাস্টিকের পাইপ তৈরির কারখানায় কর্মরত শ্রমিকদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনজনের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে| প্রথমে তাদের স্থানীয় চিকিৎসকদের দেখানো হলেও পরে হাসপাতালে ভর্তি করানো হয় হয়| দু’জনকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতলে এবং একজনকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে | এরপরেই কারখানার গেটের সামনে গিয়ে জড়ো হন অন্যান্য শ্রমিকরা | কারখানা মালিকের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন তারা |শ্রমিকদের অভিযোগ, ওই কারখানায় প্লাস্টিকের পাইপ তৈরিতে লাগে নানা ধরনের রাসায়নিক দ্রব্যের ব্যবহার | সেগুলি থেকে বিষাক্ত গ্যাস বের হয়। তাতেই অসুস্থ হয়ে পড়েন শ্রমিকরা যদিও মালিকপক্ষ-এর দাবি,দামি ব্র্যান্ডের রাসায়নিক ব্যবহার করা হয়| তাই সেখান থেকে বিষাক্ত গ্যাস বের হওয়ার কোনো আশঙ্কাই নেই | অসুস্থ শ্রমিকদের চিকিৎসার খরচ যাতে দিতে না হয় সেজন্যেই বিষয়টি অস্বীকার করা হচ্ছে বলে অভিযোগ শ্রমিকদের |