Breaking News

সামনে দাঁড়িয়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মী,তবু মহিলাকে নিজেই কোভিড টিকা দিয়ে দিলেন আসানসোলের প্রাক্তন ডেপুটি মেয়র!

নিজস্ব সংবাদদাতা :- করোনা ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে বিতর্কে জড়ালেন আসানসোল পৌর প্রশাসক বোর্ডের সদস্য তাবাসুম আরা| অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যকর্মী থাকা সত্বেও তিনি নিজে এক মহিলাকে করোনার ভ্যাকসিন দিয়েছেন | বিষয়টি প্রকাশ্যে আসতেই তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় | নিন্দার ঝড় উঠেছে নেত্রীর দলেও | শনিবার পশ্চিম বর্ধমান জেলার কুলটির সীতারামপুরের চবকা এলাকায় এটি টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়েছিল | সেখানে গিয়ে হাজির হয়েছিলেন তৃণমূল নেত্রী তাবাসুম আরা | ওই টিকাকরণ শিবিরে রয়েছেন চিকিৎসক | তা সত্ত্বেও এক নার্স তাবাসুমের হাতে একটি টিকা ভর্তি সিরিঞ্জ তুলে দেন | এরপর সেই সিরিঞ্জ দিয়ে রুবিয়া মাহাতো নামে এক মহিলাকে টিকা দেন নেত্রী | এদিন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় টুইটে লিখেছেন, ‘প্রশাসকদের ওপর রাজ্য সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই| একজন পুরপ্রশাসক মণ্ডলীর সদস্য নিজেই লোকজনকে টিকা দিয়ে দিচ্ছেন | সাধারণ মানুষের জীবনের ঝুঁকি বাড়িয়ে দিলেন| তাঁর রাজনৈতিক পরিচযই কি তাঁকে যাবতীয় শাস্তি থেকে রক্ষা করবে?এ নিয়ে কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার বলেন, ‘তাবাসুম কর্পোরেশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন | কিন্তু এটা খুব নিন্দনীয় কাজ|’ আসানসোল পৌরসভার স্বাস্থ্য আধিকারিক দিলীপ গঙ্গোপাধ্যায় বলেন, স্বাস্থ্যকর্মীরা নিজেদের কাজ করছিলেন | সেখানে অন্য কেউ তা না করাই উচিত | যে মহিলাকে উনি ভ্যাকসিন দিয়েছেন তাকে নজরে রাখা হচ্ছে | যাকে নিয়ে এত কাণ্ড তৃণমূল নেত্রী তাবাসুম আরার সাফাই, ‘টিকা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে আমি এই পদক্ষেপ করেছিলাম | স্কুলে পড়াকালীন আমি নার্সিং কোর্স করেছি| ইঞ্জেকশন আমি দিতে পারি| এ নিয়ে আমার কোনও অন্য উদ্দেশ্য ছিল না |’ওই মহিলা অবশ্য কোনও অভিযোগ দায়ের করেননি | তার শারীরিক অবস্থার নজরে রাখা হয়েছে|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *