প্রসেনজিৎ ধর,হুগলি :- লকডাউনে ফের মানবিক নবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস ছাত্র যুব | দুঃস্থ শিশুদের হাতে হাতে তুলে দেওয়া হলো দুধের প্যাকেট ও বিস্কুট |করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে রাজ্য জুড়ে কার্যত চলছে লকডাউন | আর এই করোনাকালে এবার আরেক অভিনব উদ্যোগ কোন্নগর নবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস ছাত্র যুবর উদ্যোগে মাতৃ স্নেহ প্রকল্প | আর এই প্রকল্পের মাধ্যমে শনিবার কোন্নগর স্টেশন মোড়ে দুঃস্থ শিশুদের জন্য হাতে হাতে তুলে দেওয়া হলো দুধের প্যাকেট ও বিস্কুট | এদিন প্রায় একশো গরীব মানুষের হাতে তুলে দেওয়া হলো দুধ ও বিস্কুট |
এদিন তৃণমূল যুব নেতা শতদ্রু কর বলেছেন, আমরা যেমন ‘মা-মাটি-মানুষের রান্নাঘর’ করেছি, প্রতিদিন মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছি তার সাথে দুধ ও বিস্কুট দেওয়ার প্রকল্প সাতদিন চলবে | করোনাকালে লকডাউনে মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ বলে জানান তিনি | অন্যদিকে যুব তৃণমূল নেতা টিটুল দে বলেন, আমরা মানুষের পাশে থাকি, মা, মাটি, মানুষের কর্মী আমরা | মানুষের সেবায় সর্বদা নিয়োজিত | এতদিন মা-মাটি-মানুষের রান্নাঘর দুঃস্থ মানুষদের মুখে অন্ন তুলে দিচ্ছিল | আর এইবার ‘মাতৃ স্নেহ’ প্রকল্পের মাধ্যমে দুধের প্যাকেট ও বিস্কুট পেয়ে খুবই খুশি এলাকার গরীব মানুষ |