প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভুয়ো ভ্যাকসিন ও প্রতারক দেবাঞ্জন ইস্যুতে আগামীকাল বিজেপির কলকাতা পুরসভা অভিযান | আর তার আগেই বিপাকে এই আন্দোলন কর্মসূচী | জানা গিয়েছে এই আন্দোলনের কোনও অনুমতি দেয়নি পুলিশ | এদিন কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, এই কর্মসূচীর কোনও লিখিত আবেদন নেয়নি বিজেপি | পুলিশ সোশ্যাল মিডিয়ায় এইধরনের কর্মসূচী দেখে নিজের থেকে বিজেপির সঙ্গে যোগাযোগ করে ও এই করোনা পরিস্থিতিতে আন্দোলন না করার আবেদন জানিয়েছে | পুলিশ অনুমতি না দিলেও সোমবার বিজেপির কলকাতা পুরসভা ঘেরাও কর্মসূচি হবেই | রবিবার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এমনই জানালেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ | এদিন তিনি বলেন, ‘তৃণমূল বা অন্য কোনও রাজনৈতিক দল কর্মসূচি পালন করলে কোনও সমস্যা নেই | যত সমস্যা বিজেপির বেলায় |’করোনাভাইরাস মোকাবিলায় রাজ্যজুড়ে জারি রয়েছে একাধিক বিধিনিষেধ | তাই পুরসভা অভিযানের অনুমতি পেল না বিজেপি চিঠি লিখে বিজেপিকে সেই কথা কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে | বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যদিও তা মানতে নারাজ | নির্দিষ্ট সময়ে মিছিল হবেই বলে পালটা হুঁশিয়ারি তাঁর বিজেপির তরফে স্পষ্ট জানানো হয়েছে, আগেই এই অভিযান নিয়ে পুলিশকে লিখিত আবেদন করা হয়েছিল তাই নতুন করে আবেদন জানানোর কোনও প্রশ্নই নেই | আন্দোলন হবে ও মিছিল হবেই | বিজেপিকে এদিন ডিসি সেন্ট্রালের তরফে চিঠি পাঠানো হলেও নিজেদের সিদ্ধান্তে অনড় গেরুয়া বাহিনী | অর্থাৎ করোনার বিঁধি নিষেধের মাঝেই সপ্তাহের প্রথমদিনে শহর কলকাতায় ধুন্ধুমার পরিস্থিতি হবে বলে জানা যাচ্ছে প্রশাসন সূত্রে | করোনার জন্যে বিধিনিষেধ ১৫ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| রাজনৈতিক সভা-সমাবেশে এখনও বলবৎ রয়েছে নিষেধাজ্ঞা | লালবাজার সূত্রে খবর, বিজেপির পুরসভা অভিযানে অনুমতি না দিলেও প্রস্তুত থাকছে কলকাতা পুলিশ | এখনও অবধি যা খবর, তাতে একজন অ্যাডিশনাল সিপি (এডিসিপি) পদমর্যাদার অফিসারের নেতৃত্বে তৈরি রাখা হচ্ছে দল | দায়িত্বে থাকছেন দু’জন জয়েন্ট সিপি, আটজন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার | সব মিলিয়ে প্রায় ১ হাজার বাহিনী মোতায়েন করা হবে রাজপথে | থাকবে পর্যাপ্ত ব্যারিকেডের ব্যবস্থাও |পুলিশি বাধা অগ্রাহ্য করে পুরসভা অভিযান ঘিরে অশান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে |