নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- আজই সম্ভবত কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ঘাসফুল শিবিরে যোগ দিতে চলেছেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়, এমনটাই সূত্রের খবর | দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল | সেই জল্পনা আজ সত্যি হতে পারে | সূত্রে খবর আজ বিকেলেই তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছে কংগ্রেসের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় | জানা গিয়েছে, জঙ্গিপুরের প্রাক্তন সাংসদের হাতে এদিন দলীয় পতাকা তুলে দেবেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় | বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি, খোদ মালদহ ও মুর্শিদাবাদে এই শোচনীয় হারের জন্য দলের একাংশকেই দায়ী করেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির পুত্র | মনে করা হচ্ছে যে, জঙ্গিপুর আসন থেকে অভিজিৎকে টিকিট দেওয়া হতে পারে তৃণমূলের তরফ থেকে | রাজ্যের যে বিধানসভা কেন্দ্রগুলিতে উপনির্বাচন হবে, তার মধ্যে একটি হল জঙ্গিপুর | এর আগে ২০১২ সালে প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হলে জঙ্গিপুর আসন থেকে পদত্যাগ করেন উপনির্বাচনে সেই আসন থেকে জিতে লোকসভায় গিয়েছিলেন অভিজিৎ | পরে ২০১৪ সালেও জয় পান তিনি | কিন্তু ২০১৯ সালের নির্বাচনে তিনি হেরে যান | এর আগে গত ২১ জুন সন্ধ্যায় ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যান অভিজিৎ | সেখানে বেশ কিছুক্ষণ অভিষেকের সঙ্গে কথা হয় অভিজিতের | আর এরপরই আরও জোরালো হয় অভিজিতের দলবদলের জল্পনা | এর আগে কয়েকদিন আগেই সাংসদ ও তৃণমূল জেলা সভাপতি আবু তাহের, সাংসদ খলিলুর রহমান, দুই মন্ত্রী আখরুজ্জামান ও সাবিনা ইয়াসমিন, বিধায়ক ইমানি বিশ্বাসের সঙ্গে চা-চক্রে দেখা করেছিলেন অভিজিৎ | তখন থেকেই দলবদলের জল্পনা শুরু হয়েছিল | আর আজ শোনা যাচ্ছে পাকাপাকি ভাবে তৃণমূলেই আসছেন তিনি, এমনটাই গুঞ্জন রাজ্য রাজনীতিতে |