প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভুয়ো টিকা কাণ্ডের প্রতিবাদে আজ বিজেপির তরফে কলকাতা পৌরনিগম অভিযানের কর্মসূচি নেওয়া হয়েছিল, সেই অভিযান ঘিরেই কলকাতার রাজপথে এদিন ধুন্ধুমার হল| গ্রেফতার হলেন বিজেপির প্রায় ১২০ জন নেতা-কর্মী | বাদ যাননি বিধায়করাও | গোলমালের আশঙ্কা করে আগে থেকেই বিভিন্ন রাস্তায় ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল |অভিযানের পুলিশি অনুমতি না থাকলেও শুরু হয় মিছিল | তবে অভিযানের শুরুতেই আচমকাই মিছিলের রুট বদলে ফেলে বিজেপি নেতৃত্ব | যার জেরে ধন্দে পড়তে হয় কলকাতা পুলিশকে | মাঝপথে পুলিশ মিছিলের পথ আটকালে বিজেপি কর্মী সমর্থকদের সাথে ধ্বস্তাধ্বস্তি শুরু হয় পুলিশের |
রণে ভঙ্গ দিতে একাধিক বিজেপি কর্মী সমর্থকদের গ্রেফতারও করে পুলিশ | গ্রেফতার করা হয় সায়ন্তন বসু ও অগ্নিমিত্রা পলকেও | এদিন বেলায় কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু করে বিজেপি | এরপর মিছিল আচমকা গণেশ চন্দ্র অ্যাভিনিউ ধরে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে এগিয়ে যায়| রুট বদলে শুরু হয় পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ধ্বস্তাধ্বস্তি | তখনই চাঁদনি চক মেট্রো স্টেশনের কাছে পুলিশ আটকে দেয় মিছিলকে | আইন অমান্য করা হয় বিজেপি কর্মীদের আটক করা হয় | সেই সময় বেশ কয়েকজন বিজেপি কর্মী অসুস্থও হয়ে পড়েন | লক-আপে ধৃতদের নিয়ে যাওয়ার পর দুই জন মহিলা মোর্চার সদস্যকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খবর | এরপরই মিছিল কার্যত ছত্রভঙ্গ হয়ে যায় |
গ্রেফতার করা হয় সায়ন্তন বসু, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী| অগ্নিমিত্রা পল বলেন, “আমরা ভুয়ো ভ্যাকসিন নিয়ে প্রতিবাদ জানিয়েছি বলে আমাদের গ্রেফতার করেছে কলকাতা পুলিশ | গণতন্ত্র নেই | দেবাঞ্জনের মতো মানুষের গ্রেফতারি হয় না | আমরা ভুয়ো ভ্যাকসিনের প্রতিবাদ করলে গ্রেফতার করা হয় |”গতকাল পুলিশের কাছে বিজেপির মিছিলের যে রুট দেওয়া হয়েছিল সেই অনুযায়ী পুলিশের বিশেষ নজরদারি রাখা হয়েছিল | মেট্রো চালানোর আউট কেটে জলকামানের ব্যবস্থাও করা ছিল | গন্তব্যস্থল কলকাতা পুরসভার মূল ফটকে মোতায়েন করা হয়েছিল পুলিশের অতিরিক্ত ফোর্স, সেই সঙ্গে লাঠিধারী পুলিশও | রানী রাসমণি স্কোয়ারের দায়িত্বে ছিলেন একজন যুগ্ম কমিশনার, দুজন অতিরিক্ত কমিশনার, তিনজন ডেপুটি কমিশনার | এছাড়াও অভিযান আটকাতে রাস্তায় ছিলেন ডিসি সেন্ট্রাল, ডিসি রিজার্ভ ফোর্স, ডিসি ট্রাফিক, ডিসি ওয়্যারলেস, ডিসি কমব্যাট ব্যাটেলিয়ন ও প্রচুর সাদা পোশাকের পুলিশ |