Breaking News

ঘাসফুলে জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ,’দিদি’র অনুগত সৈনিক হওয়ার বার্তা প্রণব পুত্র অভিজিতের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- তৃণমূলে যোগ দিলেন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় | সোমবার তৃণমূল ভবনে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন দীর্ঘদিনের এই কংগ্রেস নেতা | তৃণমূলে যোগ দিয়ে অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, “ধন্যবাদ জানাব মমতা দিদিকে এবং অভিষেকবাবুকে | দিদির অনুমতিতে এবং অভিষেকবাবুর অনুমতিতে এখানে আসতে পেরেছি | এক কংগ্রেস ছেড়ে অন্য কংগ্রেসে এসেছি| কংগ্রেসেই আছি | ২০১১ সালে যখন সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে আসি তখন বাম বিরোধী যে হাওয়া উঠেছিল রাজ্যে তা তুলেছিলেন মমতা দিদি|পশ্চিমবঙ্গে তিনি বিজেপিকে রুখতে পেরেছেন | পরবর্তীতে তিনি আরও অনেকের সঙ্গে বদল আনতে পারেন | আমি দলের অনুগত সৈনিক হিসেবে যোগ দিলাম|”

এদিন কংগ্রেসের প্রতি খানিক উষ্মাও শোনা গেল প্রণব-পুত্রের গলায়| বললেন, “আমি বর্তমানে কংগ্রেসের প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক | কংগ্রেসের কোনও পদেই আমাকে রাখা হয়নি | প্রাথমিক সদস্যপদ ছাড়া | সেটাও তিন বছর পর পর সাধারণত ল্যাপস করে | নতুন কোনও রিনিউয়াল এখনও হয়ত হয়নি|” এর আগে ২০১১ সালে নলহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়|পরে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন তিনি | বিধায়ক এবং সাংসদ দু’টি পদেই তিনি নির্বাচিত হন ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিটে | প্রসঙ্গত, জুনের শুরুতে তৃণমূল কংগ্রেসের অধুনা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ক্যামাক স্ট্রিটের অফিসে তাঁর সঙ্গে দেখা করতে আসেন অভিজিৎ |এরপরই তাঁর দলবদলের জল্পনা বাড়ে| আসন্ন উপনির্বাচনে জঙ্গিপুর থেকে তৃণমূলের প্রার্থী হতে পারেন অভিজিৎ| রাজ্যের যে বিধানসভা কেন্দ্রগুলিতে উপনির্বাচন হবে, তার মধ্যে একটি হল জঙ্গিপুর | এর আগে ২০১২ সালে প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হলে জঙ্গিপুর আসন থেকে পদত্যাগ করেন| উপনির্বাচনে সেই আসন থেকে জিতে লোকসভায় গিয়েছিলেন অভিজিৎ | পরে ২০১৪ সালেও জয় পান তিনি | কিন্তু ২০১৯ সালের নির্বাচনে তিনি হেরে যান | ২০২১-এর জয়ের পর তৃণমূল কংগ্রেসের লক্ষ্য ২০২৪ | তাই সর্বভারতীয় স্তরে পরিচিত মুখদের দলে নিয়ে এগোতে চাইছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় | জঙ্গিপুরের দু’বারের সাংসদ ও প্রণব মুখার্জীর পুত্র হিসেবে ভারতীয় রাজনীতিতে পরিচিত অভিজিৎ মুখার্জী |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *