প্রসেনজিৎ ধর :- এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার দাবি তুললেন তৃণমূল কংগ্রেসের তারকা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী চিরঞ্জিত জানিয়ে দিলেন, দেশে পেট্রোপণ্যের দাম কমাতে হলে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী করতেই হবে | একুশের নির্বাচনী যুদ্ধে বিজেপিকে ধরাশায়ী করার পর তৃণমূল কংগ্রেসের পাখির চোখ ২০২৪ সালের লোকসভা নির্বাচন | একুশের নির্বাচনের ফলপ্রকাশের পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে | এমনকী টুইটারে #বেঙ্গলিপ্রাইমমিনিস্টার ট্রেন্ড দেখা দেয় | আর তা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়ে গিয়েছে | এখন পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি রুটিনে পরিণত হয়েছে | তাতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের | এই পরিস্থিতিতে সোমবার বারাসতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক বলেন,‘আমাদের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করতে হবে | যিনি একটা রাজ্যে বিজেপিকে ছুড়ে ফেলে দিতে পারেন, তার মানে তাঁর ততটাই জনপ্রিয়তা রয়েছে। তিনি একজন উপযুক্ত মুখ্যমন্ত্রী | শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী| আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করলেই তেলের দাম কমবে|’জ্বালানির দামবৃদ্ধি ইস্যুতে কেন্দ্র সরকারকে নিশানা করে এদিন চিরঞ্জিৎ বলেন, ‘পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম আরও বাড়বে | কারণ ওদের বিনামূল্যে ইঞ্জেকশন দিতে হবে, ওই টাকাটা আমাদের থেকে তুলে নেবে | পোস্ট অফিসও তুলে দেবে ঠিক করেছে | আর এসব থেকে দেশবাসীকে বাঁচাতে পারেন একজনই, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়| এই মুহূর্তে গোটা দেশে বিজেপি বিরোধী প্রধান মুখ মমতা | বাংলার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ে উচ্ছ্বাস দেখিয়েছে অবিজেপি দলগুলিও | মমতার জয়ে শুভেচ্ছা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত, মেহবুবা মুফতিরা| ২৪ এর লড়াইয়ে তিনিই বিজেপির বিরুদ্ধে প্রধান মুখ | সেই লড়াইয়ে আমাদের সবাইকে নেত্রীর পাশে থাকতে হবে |’