Breaking News

‘আগে রাস্তায় বাস নামান, তারপরে ভাড়া বৃদ্ধির প্রস্তাব বিবেচনা করা হবে’বাস মালিকদের কড়া বার্তা ফিরহাদের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাসভাড়া বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বাসমালিকদের বৈঠকে বেরলো না কোনও রফাসূত্র | নিজেদের দাবিতে অনড় রইল দুপক্ষই | রাজ্যের তরফে পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম বৈঠকের পর জানিয়েছেন, আগে বাস পথে নামাতে হবে | তারপর ভাড়াবৃদ্ধি নিয়ে বিবেচনা করবে সরকার | এদিন কলকাতার ময়দানে পরিবহণ দফতরের তাঁবুতে বেসরকারি বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে রাজ্য সরকারের তরফে বৈঠক করেন ফিরহাদ | সেখানেই তিনি সাফ জানিয়ে দেন, ‘আগে বাস চালানো হোক | পরিবহণ দফতরের থেকে বিশেষ কমিটি তৈরি করা হয়েছে | সেই কমিটি রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট দিয়েছে | আগামী দিনে বেসরকারি বাস কি করে রাস্তায় চালানো সম্ভব হয় | সেটা দেখা হচ্ছে | যেহেতু পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে | তাই সেটাও ভাবা হচ্ছে | বাস রাস্তায় না নামলে ভাড়া বাড়ানো নিয়ে কোনও কিছু ভাবনাচিন্তা করবে না সরকার |’ এদিনের বৈঠকে রেড রোডে দুর্ঘটনার প্রসঙ্গও ওঠে বৈঠকে পুলিশের প্রতিনিধিরাও ছিলেন| তাঁদেরকেই ফিরহাদ বলেন, কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তায় দুর্ঘটনা এড়াতে রাস্তাগুলোতে ব্যারিকেড তৈরি করা যায় কিনা সেটা ভেবে দেখতে | সেই সঙ্গে রাস্তায় পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা বসাতেও জোর দেন তিনি | জোর দেন রাস্তায় পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করতেও | করোনা সংক্রমণ রোধে লাগু বিধিনিষেধ লঘু করে গত ১ জুলাই থেকে রাস্তায় বাস নামানোর অনুমতি দিয়েছে রাজ্য সরকার | কিন্তু তারপরও রাস্তায় দেখা মিলছে না বেসরকারি বাসের | মালিকদের দাবি, জ্বালানি তেল ও অন্যান্য সামগ্রীর দাম যে হারে বেড়েছে তাতে ভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব নয় | কলকাতায় বাসভাড়া ন্যূনতম ১০ টাকা করার দাবি তুলেছেন তাঁরা | কিন্তু এদিনের বৈঠক থেকে সেই ধরনের কোনও সূত্র বার না হওয়ায় আগামী দিনে রাজ্যের রাস্তায় বেসরকারি বাসের চাকা গড়াবে কী গড়াবে না সেই বিষয়ে ধন্ধ রয়েই গেল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *