নিজস্ব সংবাদদাতা :- স্কুলের গাফিলতিতে মাধ্যমিকে নাম নথিভুক্ত হয়নি ৮ পড়ুয়ার | তাই মূল্যায়ণে সামিল হতে পারছেন না তাঁরা | এই অভিযোগে সোমবার স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন আমডাঙ্গার মাধবপুর প্রহ্লাদ স্মৃতি বিদ্যাপীঠ স্কুলের ছাত্রীরা| যদিও প্রধান শিক্ষকের দাবি, নাম নথিভুক্তিকরণের নথিতে ঠিক করে সই করেননি ওই পড়ুয়ারা | তাই এই বিভ্রাট | জানা যায় মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য স্কুলের আট জন ছাত্রীর নাম নথিভুক্ত হয়নি | স্কুলের প্রধান শিক্ষক সুবীর কুমার ঘোষের দাবি এই আট পড়ুয়া এনরোলমেন্ট ফর্মে সই না করেই বাড়ি চলে গিয়েছিলেন|
তার জেরে পর্ষদের খাতায় তাঁদের নাম ওঠেনি | এদিকে, অভিভাবকদের অভিযোগ, স্কুল মাধ্যমিকের জন্য ফি নিল আর দেখল না ওইসব পড়ুয়া এনরোলমেন্ট ফর্মে সই করেনি!সেই অবস্থায় বোর্ডের কাছে কাগজপত্র পাঠালো কী করে?বাড়িতে খবর দিতে পারতো স্কুল |মাধ্যমিক পড়ুয়া মানেই তো নাবালক | তারা অত বোঝে নাকি? সোমবার স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করতে চান অভিভাবকরা | প্রধান শিক্ষক দেখা করতে অস্বীকার করলে স্কুলের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা | অভিভাবকদের দাবি, যেভাবেই হোক তাঁদের মাধ্যমিকে নাম নথিভুক্ত করতে হবে | চলতি বছর মাধ্যমিক পরীক্ষা হবে না বলে জানিয়েছে রাজ্য সরকার|নম্বর দেওয়া হবে আভ্যন্তরীণ মূল্যায়ণের মাধ্যমে | আর তাই এবার মাধ্যমিকের মূল্যায়ণ থেকে বঞ্চিত হতে চলেছে আমডাঙ্গা মাধবপুর প্রহ্লাদ স্মৃতি বিদ্যাপীঠের ৮ পড়ুয়া|