নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি :- টিকা নিতে গিয়ে শিকেই উঠেছে করোনা বিধি | দীর্ঘ লাইনে প্রায় গায়ে গায়ে ঘেঁষেই দাঁড়িয়ে রয়েছেন সকলে | কারোর কারোর কোলে রয়েছে শিশুও| দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থও হয়ে পড়েন অনেকে | এ ছবি জলপাইগুড়ির মাল ব্লক গ্রামীণ হাসপাতালের | ব্লক স্বাস্থ্য অধিকর্তা মেনে নিয়েছে গোটা বিষয়টি|পুলিশকে তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে | দীর্ঘ লাইনে শিশু কোলে নিয়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকার ছবি ধরা পড়লো জলপাইগুড়ির মাল ব্লক গ্রামীণ হাসপাতালে | সোমবার মাল ব্লক হাসপাতালে প্রচুর মানুষ ভ্যাকসিন নিতে আসেন | ভোর ৬টা লাইনে দাঁড়িয়ে রয়েছেন মহিলা ও পুরুষরা | লাইনে দাঁড়িয়ে ১০০০-এর বেশি মানুষ| ভিন্ন লাইনের ব্যবস্থা না থাকায় একই লাইনে দাঁড়িয়ে রয়েছেন সকলে নেই ন্যূনতম দূরত্ব বিধিও | দীর্ঘক্ষণ লাইনে ঠায় দাঁড়িয়ে থাকতে থাকতে অসুস্থও হয়ে পড়েন অনেকে | এর ফলে আরও সমস্যায় পড়েন ভ্যাকসিন নিতে আসা মানুষজন |এই বিষয়ে মালবাজারের বিএমওএইচ প্রিয়াঙ্কু জানা জানিয়েছেন, “ভ্যাকসিনের জন্য প্রচণ্ড ভিড় হচ্ছে | ভ্যাকসিন নিতে আসা মানুষজন কোনও করোনা বিধিই মানছেন না | ব্যাপারটা পুলিশকে দেখতে বলেছি |” শিশু কোলে নিয়ে টিকা নিতে আসা মহিলাদের মধ্যে একজন রূপা দাস মল্লিক বলেন, “বৃষ্টির মধ্যে কোলে বাচ্চা নিয়েই ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রয়েছি | ধাক্কাধাক্কিও হচ্ছে। মহিলা-পুরুষ এক লাইনে হওয়ায় পরিস্থিতি খুবই অস্বস্তিকর |এইভাবে ভ্যাকসিন নিতে এসে নিজেরাই অসুস্থ হয়ে পড়ব | ব্যাপারটা স্বাস্থ্য দফতরের দেখা উচিত |”