Breaking News

“শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চেয়েছিলাম | মানুষের দুঃখ-কষ্টকে তুলে ধরার চেষ্টা করেছিলাম” মন্তব্য দিলীপ ঘোষের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামার পর বিজেপির একাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ| রাজ্য সরকারের তরফ থেকে যখন কেন্দ্রের ভ্যাকসিন নীতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তখন রাজ্যকে সেই ভ্যাকসিন ইস্যুতে একের পর এক আক্রমণ করলেন দিলীপ ঘোষ |এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরবর্তী সময়ে জেলা ও ব্লক স্তরেও আন্দোলনের কথাও বলেন দিলীপ ঘোষ| দিলীপ ঘোষ-এর দাবি, ‘শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করতে চেয়েছিলাম | মানুষের দুঃখ-কষ্টকে তুলে ধরার চেষ্টা করেছিলাম | কর্মসূচি শুরুর আগে পুলিশ বাধা দেয় | পার্টি অফিস থেকে সেই জায়গায় যাচ্ছিলাম যেখান থেকে মিছিল শুরু হওয়ার কথা ছিল |’

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-এর এর অভিযোগ, বিরাট আর্থিক কেলেঙ্কারি হয়েছে| মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে | মানুষ প্রভাবিত হয়েছে | তাই তাদের দলের সাংসদও প্রভাবিত |তাই তিনিও টিকা নিয়েছেন|’এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান,’এই যে কেলেঙ্কারি, তার প্রতিবাদে এই কর্মসূচি| মানুষকে বঞ্চিত করে টাকা রোজগারের চেষ্টা করা হয়েছে | তার বিরোধিতা করার দরকার ছিল | ভেবেছিলাম সরকার শুধরে নেবে | এই সরকারের হেলদোল নেই | তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি |’ তাঁর আরও অভিযোগ, ‘ভ্যাকসিনকে ডোনেশনের নামে পয়সা দিয়ে নিতে বাধ্য করা হচ্ছে | না হলে ভ্যাকসিন পাওয়া যাবে না | শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম | হিংসার আশ্রয় করে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে | এই রকম যদি চলতে থাকে, শুধু কলকাতা নয়, জেলায় জেলায় ব্লকে হবে | কোনও হিংসা বা অশান্তি করার ইচ্ছা আমাদের ছিল না | যা হয়েছে পুলিশের জন্য হয়েছে |’ এদিন দিলীপ ঘোষ আরও বলেন, ‘যাঁরা ওই টিকা নিয়েছেন, তাঁদের কী অবস্থা, তা পরীক্ষা করে দেখা দরকার |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *