Breaking News

প্রয়াত মুকুল-পত্নী কৃষ্ণা রায়,চেন্নাইয়ের হাসপাতালে জীবনাবসান!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মঙ্গলবার সকালে জীবনবসান ঘটল মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়ের | চেন্নাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি| করোনায় ফুসফুসের ক্ষতিগ্রস্ত হওয়ায়, চেন্নাইতে ফুসফুস প্রতিস্থাপনের জন্য নিয়ে যাওয়া হয়েছিল | কিন্তু সেখানেই শেষ লড়াই কৃষ্ণা দেবীর |আজ ভোরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কৃষ্ণা রায়ের|বেশ কয়েকদিন ধরে করোনা পরবর্তী জটিলতায় ভুগছিলেন তিনি |গত ১২ মে করোনায় আক্রান্ত হন মুকুল রায় ও তাঁর স্ত্রী |প্রথমে মুকুল রায় সল্টলেকের একটি গেস্ট হাউসে আইসোলেশনে ছিলেন | পরে তিনি বাড়িতেই ছিলেন | কিন্তু, মুকুলের স্ত্রীকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল | কিন্তু, তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে শুরু করে | তাঁকে একমো সাপোর্টে রাখা হয়েছিল | করোনামুক্ত হলেও কোভিড পরবর্তী জটিলতায় ভুগছিলেন তিনি | করোনার কারণে ফুসফুসের ক্ষতি হয়ে যায় | এরপরেই চিকিৎসার জন্যে চেন্নাই থেকে চিকিৎসকের একটি দল কলকাতায় এসে তাঁর শারীরিক পরীক্ষা করে ফুসফুস প্রতিস্থাপনের কথা বলেন| সেই মতো কৃষ্ণাকে চেন্নাইয়ে নিয়ে যাওয়া |সেইমতোই একমো সাপোর্টে রেখে চেন্নাই নিয়ে যাওয়া হয়| গত ১৭ জুন দিল্লি থেকে কলকাতায় আসা এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নিয়ে যাওয়া হয় কৃষ্ণা রায়কে | এয়ার অ্যাম্বুলেন্সটিতে মেডিক্যাল সাপোর্ট দেওয়ার সমস্ত রকম ব্যবস্থা ছিলই| দুই পাইলট চিকিৎসক, অ্যাটেনডেন্ট-সহ মোট সাত জন ছিলেন | সেখানেই একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর |কিন্তু, শেষরক্ষা হল না | আজ ভোরে চেন্নাইয়ের হাসপাতালে মৃত্যু হয় তাঁর | কৃষ্ণাদেবীকে মায়ের মতো শ্রদ্ধা করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | অসুস্থ থাকাকালীন তাঁর খোঁজ নিতেই ছুটে গিয়েছিলেন হাসপাতালে | কৃষ্ণাদেবীর মৃত্যুতে শোকের ছায়া তৃণমূলের অন্দরে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *