প্রসেনজিৎ অধিকারী, হাওড়া :- লকডাউনের জেরে দীর্ঘদিন ধরেই বন্ধ রাজ্যের লোকাল ট্রেন পরিষেবা | শুধুমাত্র চলছে স্টাফ স্পেশাল ট্রেন | কিন্তু এবার লোকাল ট্রেন চালু করার দাবি জানিয়ে মঙ্গলবার দক্ষিণ-পূর্ব রেলের চেঙ্গাইল স্টেশন অবরোধ করলেন যাত্রীরা | সকাল প্রায় দশটা থেকে রেললাইন অবরোধ করেন যাত্রীরা | স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা নেহাতই কম হওয়ায় লোকাল ট্রেন চালানোর দাবি তোলেন অবরোধকারীরা | ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ ও জিআরপি, চেষ্টা চলে অবরোধ তুলে নেওয়ার | লোকাল ট্রেন চালুর দাবিতে এদিন দক্ষিণ-পূর্ব রেলের চেঙ্গাইল স্টেশনে সকাল পৌনে ১০টা নাগাদ নিত্য যাত্রী ও স্থানীয় বাসিন্দারা রেল লাইন অবরোধ শুরু করেন | ঘটনাস্থলে যায় আরপিএফ ও জিআরপি |
জানা গিয়েছে , দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে আটকে পড়ে রেলের স্টাফ স্পেশালগুলি |স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীদের দাবি, স্টাফ স্পেশ্যালের সংখ্যা খুবই কম | কাজেকর্মে যাওয়ার ক্ষেত্রে তাঁদের প্রচুর সমস্যা হচ্ছে | তাই অবিলম্বে লোকাল ট্রেন চালাতে হবে |আরপিএফ ও জিআরপি-র আধিকারিকরা অবরোধকারীদের বোঝানোর চেষ্টা চালান | প্রসঙ্গত,করোনা সংক্রান্ত বিধিনিষেধের কারণে রাজ্যে বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা | কিছুদিন আগেই লোকাল ট্রেন চালুর দাবিতে অবরোধ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল শিয়ালদহ দক্ষিণ শাখার মল্লিকপুর স্টেশন | চালু করতে হবে লোকাল ট্রেন | এই দাবিতে কিছুদিন আগেই রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন স্টেশন |