Breaking News

রাজ্যপালের নামে ভুয়ো শংসাপত্র দেখিয়ে কেন্দ্রীয় সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা!বর্ধমানের মেমারিতে গ্রেফতার ৮

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান :- রাজ্যপাল জগদীপ ধনখড়ের নামে শংসাপত্র দেখিয়ে চাকরি দেওয়ার টোপ, কোটি কোটি টাকা প্রতারণা| প্রতারণার অভিযোগে পূর্ব বর্ধমানের মেমারিতে প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল পুলিশ,গ্রেফতার ৮ | আজ অর্থাৎ মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ | প্রতারিত যুবক-যুবতীদের অভিযোগ, ২০১৮ সালে কেন্দ্র সরকারের রোড সেফটি অর্গানাইজেশনের নামে জাতীয় সড়ক নিরাপত্তা দেখভালের সরকারি চাকরি দেওয়ার নামে কারোর থেকে ৮০ হাজার টাকা, কারোর থেকে ১০ হাজার টাকা নিয়েছিল ‘ফিউচার ইণ্ডিয়া’ নামে সংস্থাটি | বদলে, বেশ কিছু প্রশিক্ষণও দেওয়া হত | টাকা দিয়ে প্রশিক্ষণ নিলেই নিশ্চিত চাকরি মিলবে এই আশ্বাসই দেওয়া হয়েছিল ওই সংস্থার তরফে | অভিযোগ, কেন্দ্রীয় পরিবহণ দফতর ও জাতীয় সড়ক সুরক্ষা নিগমে চাকরি দেওয়া হবে বলে জানিয়েছিলেন প্রতারকেরা | চাকরি পাওয়ার আশায় অনেকেই এই সংস্থায় প্রশিক্ষণ নিতে ভর্তি হয় |

পুলিশ সূত্রে খবর, ওই সংস্থা দাবি করত রাজ্যপাল জগদীপ ধনখড় তাঁদের শংসাপত্র দিয়েছে | সেই শংসাপত্র দেখিয়েই প্রতারণা জাল বিস্তার করেছিল জালিয়াতরা | একাধিক অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ | এরপরই ৮ জনকে গ্রেফতার করা হয় | ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১ লক্ষ ১০ হাজার ৫০০ টাকা |এছাড়া বাজেয়াপ্ত হয়েছে ৭ টি মোবাইল, ১ টি গাড়ি এবং বেশ কিছু স্ট্যাম্প ও শংসাপত্র | মেমারির অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিং রায় জানিয়েছেন, ‘আর্থিক প্রতারণার ঘটনায় ওই সংস্থার আটজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও তল্লাশি চলছে|শুধু মেমারি নয়, অন্য জেলার একাধিক যুবক-যুবতী এই প্রতারণার শিকার |’ এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, “রাজ্যপাল পশ্চিমঙ্গে থেকে কোনও খোঁজখবর না নিয়ে এই ধরনের প্রতারণা চক্রকে সাহায্য করেন|অথচ, বাংলার জন্য তিনি কিছু করেন না | বাংলায় কীভাবে মুখ্যমন্ত্রীর দোষ ধরা যাবে এবং বাংলাকে ছোট করা যাবে তার চেষ্টা করেন | এই ঘটনার সঙ্গে বিজেপিরও যোগ আছে|” বর্ধমান সদর জেলা বিজেপির কনভেনার কল্লোল নন্দন পাল্টা বলেন, “যে রাজ্যে ভুয়ো ভ্যাকসিন এবং আইএএস, আইপিএস ধরা পড়ছে সেখানে রাজ্যপালের নামে ভুয়ো চিঠি, মোদীর চিঠি সবই দেখা যাবে|’তবে, প্রতারকদের কাছে রাজ্যপালের সই করা অনুমোদিত পত্রটি কীভাবে এল তা নিয়ে ধন্দে পুলিশ | ধৃতেরা জেরায় জানিয়েছে, তাদের মূল অফিস নিমতায় | তবে সেখানে আদৌ অফিস কি না বা এই চক্রের বিস্তৃতি কতদূর তা তদন্ত সাপেক্ষ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *