Breaking News

এই বিজেপি ‘ল্যাজ ছাড়া হনু’‌, বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- এবার রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে ‘ল্যাজ ছাড়া হনু’ বলে তীব্র কটাক্ষ হানলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়|বিধানসভায় এদিন রাজ্যপালের ভাষণের আলোচনায় বিজেপিকে নজিরবিহীন আক্রমণ শানেন মুখ্যমন্ত্রী মমতা | মঙ্গলবার রণংদেহি মেজাজে দেখা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | এদিন শুরু থেকেই বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস বিধায়কদের জোর তরজা শুরু হয় | তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বক্তব্য রাখার সময় অধিবেশন কক্ষ ত্যাগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী | তাতে প্রচণ্ড ক্ষুব্ধ হন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় |এই পরিস্থিতিতে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ফল দেখে বোঝা যাচ্ছে কী ফল ধরেছে | বিষবৃক্ষ | মেদিনীপুরে ঘরে ঘরে অত্যাচার করেছে | অনেক বিজেপি নেতা-নেত্রীকে চিনতাম | কিন্তু এই বিজেপি ল্যাজ ছাড়া হনু | রাজ্যপালকে ভাষণ পড়তে দিল না | মানুষের কথা বলতে না দিয়ে আমি কত বড় বলতে এসেছে | পুরো সংবাদমাধ্যম নির্ভর একটা দল | বিজেপি মিথ্যার বেসাতি| বোটের আগে এসপি বদলেছে, আইসি বদলেছে | যা মোদি বলেছে তাই হয়েছে | উপযুক্ত অফিসারদের সরিয়ে দেওয়া হয়েছিল | তিনটে মাস অফিসারদের হুমকি দিয়ে রাখা হয়েছিল | নন্দীগ্রামে ভোটারের থেকেও বেশি ভোট পড়েছে | বিজেপি ৩০টার বেশি আসন পেত না আমি নিশ্চিত | কিন্তু মনে রাখবেন বাংলার মেরুদণ্ড ভাঙা যাবে না| শুধু মিথ্যে কথা বলা হচ্ছে | আর এটাও শুনে রাখুন, এবার থেকে খেলা হবে দিবস পালন করবে রাজ্য সরকার |’ এদিন মুখ্যমন্ত্রীর ভাষণের আগেই বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপির বিধায়কেরা | মুখ্যমন্ত্রীর ভাষণের সময় অধিবেশন কক্ষে বিজেপির কোনও বিধায়ক ছিল না | তাই মুখ্যমন্ত্রীর বক্তব্যে না বিজেপি কোনও বাধা দিতে পেরেছে না কোনও প্রতিবাদ করতে পেরেছে | মুখ্যমন্ত্রীর এই ভাষণের পর বিধানসভা অধিবেশন কক্ষের বাইরে সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *