Breaking News

ভোট-পরবর্তী অশান্তি মামলায় হাইকোর্টের নির্দেশের পুনর্বিবেচনার আবেদন রাজ্যের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভোট-পরবর্তী অশান্তি মামলায় হাইকোর্টের নির্দেশের পুনর্বিবেচনা চাইল রাজ্য সরকার | চলতি সপ্তাহেই এই আবেদনের শুনানির সম্ভাবনা | ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বৃহত্তর বেঞ্চে গত ২ জুলাইয়ের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে | ওই নির্দেশে রাজ্য সরকারের চরম ভর্ৎসনা করেছিল আদালত | সঙ্গে ভোট পরবর্তী হিংসায় পীড়িতদের সমস্ত মামলা গ্রহণ করতে হবে বলে জানিয়েছিল ৫ বিচারপতির ডিভিশন বেঞ্চ | ভোট পরবর্তী হিংসা মামলার শুনানিতে গত ২ জুলাই এক নির্দেশে হাইকোর্ট জানিয়েছিল, সমস্ত অভিযোগকারীর অভিযোগ গ্রহণ করতে হবে পুলিশকে | রাজনৈতিক হিংসার শিকার ব্যক্তিদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট থানাকে | তাদের রেশনের ব্যবস্থাও করতে হবে প্রশাসনকে | আদালতের এই নির্দেশের পর চাপে পড়ে যায় রাজ্য সরকার | জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র | সেখানে সমস্ত অভিযোগ গ্রহণের নির্দেশ দিয়ে থানাগুলিতে চিঠি পাঠাতে বলেন তিনি| বিশেষজ্ঞদের মতে, ভোট পরবর্তী হিংসা মামলায় আদালতে রাজ্য সরকারের অবস্থা ভাল নয় | তার ওপরে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে বিপদ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে | সব দিক বিবেচনা করে ২ জুলাইয়ের নির্দেশ পুনর্বিবেচনার অনুরোধ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *