Breaking News

লোকজন শক্তি পার্টির প্রার্থী হয়েছিলেন ‘ভুয়ো’ সনাতন, বিদেশের মাটিতে অংশ নিয়েছিলেন সম্মেলনে!

নিজস্ব সংবাদদাতা :- যতদিন যাচ্ছে প্রতারক সনাতন-এর সম্পর্কে নানা তথ্য উঠে আসায় চিন্তিত তদন্তকারী অফিসাররা | জানা যায় দক্ষিণ আফ্রিকায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বারষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি হিসেবে ব্রিকস সম্মেলনে গিয়েছিলেন তিনি | এমনকি ২০১৩ সালে ইন্দো-জাপান কনফারেন্সে অংশগ্রহণ করেছিলেন | এবার জানা যাচ্ছে ২০০৯ সালে লোকসভা নির্বাচনেও নাকি দাঁড়িয়েছিলেন আইনজীবি সনাতন | তবে শুধু দেশের মাটিতে নয়, বিদেশের মাটিতে নানা সরকারি অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছিলেন | জোহানসবার্গের ব্রিকস সম্মেলনেও তিনি অংশ নিয়েছিলেন | এমনকী সেই সম্মেলনে খোদ প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন বলে সূত্রের খবর | কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি হিসাবে তিনি ওই সম্মেলনে গিয়েছিলেন | এখানেই প্রশ্ন উঠছে কাদের অনুমতিতে তিনি বিদেশের মাটিতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিলেন |পুলিশি সূত্রে খবর, জেরায় সনাতন তদন্তকারীদের কাছে জানিয়েছেন, ২০১৩ সালের সেপ্টেম্বর ইন্দো-জাপান কনফারেন্সে অংশ গ্রহণ করেছিলেন | ভারতের প্রতিনিধি হিসাবে ইন্দো-জাপান বিজনেস সামিট টোকিওতে অংশগ্রহণ করেছিলেন তিনি | এমনকি ২০০৯ সালে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের দল লোকজন শক্তি পার্টির হয়ে দমদম লোকসভা আসনে ভোটে দাঁড়িয়েছিলেন সনাতন | সেখানেই তিনি ভোট পেয়েছিলেন ৫,২৮৫ টি শতাংশের হিসাবে তা ০.৫৪ | সেই তথ্য হাতে এসেছে পুলিশের | গ্রেফতারির পর সনাতন জানিয়েছিলেন তিনি বিজেপির সদস্য | তার আগে লোকজন শক্তি পার্টির পদে ছিলেন, এবার তার প্রমাণ পাওয়া গেল|সনাতন আদতে কলকাতা হাইকোর্টের আইনজীবী | কিন্তু বেশ কয়েকমাস যাবৎ তিনি দাবি করে আসছিলেন, রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিলের সদস্য, সিবিআইয়ের আইনজীবী, মুখ্যমন্ত্রী দফতরের উপদেষ্টা হিসাবে | কিন্তু শেষের দাবিটি করতে গিয়েই ফাঁদে পড়েছিলেন সনাতন | তালতলা থানার ওসির কাছে গত ২৫ জুন সনাতন ফোন করে মুখ্যমন্ত্রী দফতরের উপদেষ্টা বলে পরিচয় দেন | তখনই সন্দেহ হয় পুলিশ কর্তার | তিনি একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেন|এরপর গোটাটা প্রকাশ্যে আসতে শুরু করে ৩০ জুন | গড়িয়াহাট থানায় আরও একটি অভিযোগ দায়ের হয় ভুয়ো পরিচয় ভাঙিয়ে গড়িয়াহাটের একটি ১০ কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করছিলেন সনাতন | সিঁথি থেকে গ্রেফতার করা হয় সনাতনকে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *